অপরুপ সাজে সজ্জিত জাতীয় সংসদ ভবন
মোঃ জিকরুল হকঃ
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অপরুপ সাজে সজ্জিত জাতীয় সংসদ ভবন। তেজগাঁও সংলগ্ন এলাকাসহ পুরো ঢাকা শহরজুড়ে অবিরত চলছে দেশাত্মবোধক গান।
বিজয়ের মাসে বিজয়ের দিনে সবাই শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের যারা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সূচনা করেছে।
এই মহান বিজয় দিবস বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন, পরাধীনতার শৃঙ্খলমুক্তির দিন।
সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় ।
১৯৫২ সালে বুকের রক্তে রাজপথ রাঙিয়ে বাংলা মায়ের সন্তানেরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করে এ আন্দোলনের ধারাবাহিকতায় কালক্রমে তা স্বাধীনতার আন্দোলনে রূপ নেয়।
আজ বিজয় দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবন সহ সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সাজানো হয়েছে।
জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বাঙালির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।