ঢাকাTuesday , 3 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের কম্বল বিতরণ

Ckotha247
January 3, 2023 6:54 pm
Link Copied!

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের জন্য কম্বল বিতরণ করা হয়েছে। আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে ৮শ’ কম্বল হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম মল্লিক, আবু কাজেম ফাউন্ডেশনের সদস্য সচিব আহমেদ মিনহাজুল আবেদিন সেলিম, পরিচালক নাঈমুল হাসান জনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হতদরিদ্র এবং শীতার্থদের মাঝে কম্বলগুলো পৌঁছে দেওয়ার জন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আবু কাজেম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।