মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
শিরোনামঃ
পাবনা জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিতে ‘সিট সিলেকশন’ ফিচার আনল শেয়ারট্রিপ
মাদারীপুরের রাসূলনোমা দরবারের ওরসের তারিখ ঘোষণা
বগুড়া-৪ আসনে জামানত হারালেন হিরো আলম
পাবনা জেলার ৫টিতেই নৌকার প্রার্থী জয়ী
পাবনার ভাঙ্গুড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
চাটমোহরে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
এইচএসসি পরীক্ষায় সেরা অর্জনকারীদের সম্মাননা জানাল ইউসিবি
ভাঙ্গুড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের নির্বাচনী অফিস উদ্বোধন
অভয়নগরে থামছেনা কয়লার সাথে ছাই মিশানো কারবার, ইট ভাটা মালিকেরা বিপাকে
- নিউজ ডেস্ক
- আপডেটের সময়: 09:10 pm, Monday, 26 December 2022
- 0 সময় দেখুন,
যশোরের অভয়নগরে শিল্প শহর নওয়াপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা কয়লার ড্যাম্পিং এ ভেজাল মিশ্রিত কয়লা বিক্রয়ের নামে ইট ভাটা মালিকদের সাথে চলছে অভিনব প্রতারণা। কোন ভাবে থামছেনা ছাই, বালু মিশানো করাবার। সরেজমিনে ঘুরে দেখা যায় কিছু অসাধু ব্যবসায়ীরা কয়লা ব্যবসার আড়ালে করে চলেছে নানা ধরনের অবৈধ কারবার। নওয়াপাড়ায় প্রায় ১৮ টি কয়লা আমদানি কারক প্রতিষ্টান কয়লা আমদানি করে থাকে এবং উপজেলার বিভিন্ন স্থানে জমি কিনে অথবা ভাড়া নিয়ে কয়লা ড্যাম্পিং করে রাখে। দেশের বিভিন্ন ইট ভাটা মালিকেরা তাদের ইট পোঁড়ানোর কাজে ব্যবহ্নত কয়লা কিনতে শিল্পশহর নওয়াপাড়ার উপর নির্ভরশীল। এই সুযোগটি কাজে লাগাতে কিছু অসাধু ব্যবসায়ী কয়লা বিক্রির নামে ইট ভাটা মালিকদের সাথে করছে অভিনব প্রতারণা। রাজঘাট, চেংগুটিয়া, আলিপুর, মহাকাল, শংকরপাশা, দেয়াপাড়াসহ উপজেলার বিভিন্ন স্থানে কয়লা ড্যাম্পিং এর আড়ালে কয়লার সাথে অটো রাইস মিলের ছাই, নদীর বালু, টাইলস মিলের পোঁড়া কয়লা মিশিয়ে বিক্রি করছে, এতে করে ঠকছে ক্রেতারা। একশ্রেণীর ব্যবসায়ীরা এই অবৈধ ব্যবসা করে আংগুল ফুলে কলাগাছ হচ্ছে। এ সকল ব্যক্তিদের রয়েছে রাজনৈতিক প্রভাব। যে কারনে স্থানীয় জনসাধারণ ঐ সব অবৈধ কারবার দেখলেও প্রতিবাদ করেনা। এ সকল অবৈধ কারবারী সিন্ডিকেট প্রশাসনকেও মাস শেষে মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এমন অপকর্ম। যে কারনে তারা দেধারছে প্রকাশ্য ছাই, বালু মিশিয়ে ড্যাম্পিং করে বিক্রি করছে কয়লা, বাধা দেয়ার কেউ নেই। বার বার সংবাদের শিরোনাম হলেও প্রশাসন অজানা এক কারণে নির্বাক।
Popular Post