Dhaka , Saturday, 27 July 2024
www.dainikchalonbilerkotha.com

অভয়নগরে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি


যশোরের অভয়নগরে বর্ণিল আয়োজনের মধ্যে ৫১তম মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সকালে দিবসটির প্রথম প্রহরে অভয়নগর থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে নির্মিত শহীদ বেদিতে ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। ধারাবাহিকভাবে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, নওয়াপাড়া পৌরসভা, থানা পুলিশ, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ এর নেতৃত্বে নওয়াপাড়া প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটির দ্বিতীয় অধিবেশনে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাহ উদ্দীন, থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান। অন্যান্য কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যেগে শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভয়নগরে বর্ণিল আয়োজনে বিজয় দিবস উদযাপন

আপডেটের সময় 05:40 pm, Saturday, 17 December 2022

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি


যশোরের অভয়নগরে বর্ণিল আয়োজনের মধ্যে ৫১তম মহান বিজয় দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সকালে দিবসটির প্রথম প্রহরে অভয়নগর থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য উপজেলার নওয়াপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে নির্মিত শহীদ বেদিতে ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। ধারাবাহিকভাবে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, নওয়াপাড়া পৌরসভা, থানা পুলিশ, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ এর নেতৃত্বে নওয়াপাড়া প্রেসক্লাব পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটির দ্বিতীয় অধিবেশনে কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহন করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাহ উদ্দীন, থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান। অন্যান্য কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠান শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যেগে শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।