মোঃ কামাল হোসেন যশোর জেলা প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার বারান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন কোহিনুর বেগম (৪৫) নামের এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতে উক্ত নারীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোহিনুর বেগমের স্বামী আকরাম সরদার জানান, ঘটনার সময় আমি ও আমার ছেলে বাড়িতে ছিলাম না। এ সময় আমার বড় ভাইয়ের সঙ্গে কোহিনুরের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আজিজ সরদার, ভাইপো মেহেদি সরদার ও ভাবি ফিরোজা বেগম মিলে ধারালো দা ও শাবল দিয়ে মানসিক ভারসাম্যহীন কোহিনুর বেগমকে বেদম মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভয়নগর থানার এএসআই ছদরুল হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।