Dhaka , Friday, 11 October 2024
www.dainikchalonbilerkotha.com

অশ্রুভেজা পদাবলি মোঃ নুরুজ্জামান সবুজ

অশ্রুভেজা পদাবলি
মোঃ নুরুজ্জামান সবুজ


আমার তৃষিত পৃথিবীতে চৈতী খরা
তোমার আকাশের মেঘেরা ছুঁই ছুঁই করে
ছুঁয়ে দেয় না।আমি অসূর্যম্পশ্যা বলে!

ঘুমন্ত রাতের অন্ধকারে পথ হারায়
বৃষ্টি নুপুরের পেলবতা
অমাবশ্যার অতল অন্ধকার
রাত্রি দীঘল করে হতাশার বৃষ্টি ঝরায
শ্রাবণ শর্বরীর মতো–
আমি হারিয়ে যাই দিকচিহ্নহীন পথের ভেতরে!

তোমার অলিক আশ্বাসে ভেঙে পড়ে
প্রেম বিশ্বাসে’র এপার ওপার
লাল নীল দীপাবলি –
অশ্রুতে ভিজে যায় অনবরত।

Popular Post

অশ্রুভেজা পদাবলি মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 12:15 am, Sunday, 13 August 2023

অশ্রুভেজা পদাবলি
মোঃ নুরুজ্জামান সবুজ


আমার তৃষিত পৃথিবীতে চৈতী খরা
তোমার আকাশের মেঘেরা ছুঁই ছুঁই করে
ছুঁয়ে দেয় না।আমি অসূর্যম্পশ্যা বলে!

ঘুমন্ত রাতের অন্ধকারে পথ হারায়
বৃষ্টি নুপুরের পেলবতা
অমাবশ্যার অতল অন্ধকার
রাত্রি দীঘল করে হতাশার বৃষ্টি ঝরায
শ্রাবণ শর্বরীর মতো–
আমি হারিয়ে যাই দিকচিহ্নহীন পথের ভেতরে!

তোমার অলিক আশ্বাসে ভেঙে পড়ে
প্রেম বিশ্বাসে’র এপার ওপার
লাল নীল দীপাবলি –
অশ্রুতে ভিজে যায় অনবরত।