স্পোর্টস নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
বাংলাদেশ ক্রিকেটে খালেদ মাহমুদ সুজনের এক অবিচ্ছেদ্য অংশই বলা চলে। খেলোয়াড় হিসেবে হোক কিংবা কোচ, প্রায় তিন দশক ধরে দেশের ক্রিকেটে তার নাম ওতপ্রোত ভাবে জড়িত। খেলোয়াড়ি জীবনেই সতীর্থ খেলোয়াড়রা তাকে ডাকতেন চাচা হিসেবে। বর্তমান হেড কোচ রাসেল ডোমিঙ্গো প্রায়ই তাকে চাচা ডেকে কথা বলেন। এবার তার সঙ্গে যোগ দিলেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।
বুধবার (২৫ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এক সংবাদ সম্মেলনে সুজনকে চাচা হিসেবে সম্বোধন করেছেন ডোনাল্ড। বাংলাদেশ দলের পেসারদের শেখানোর ক্ষেত্রে তাকে ভাষাজনিত কোনো সমস্যায় পড়তে হয় কি না এমন প্রশ্নে তিনি বলেন, সব সময় চাচা সুজনকে কাছাকাছিই রাখেন। যাতে করে তার বার্তাটা ভালোভাবে বুঝতে পারেন পেসাররা।
পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড আরও বলেন, ‘আমি সবসময় এটি নিশ্চিত করি, সবসময় চাচা যেনো আমার, আমাদের আশপাশে, কাছাকাছি থাকে। আমার বার্তাটা যেনো পেসাররা ঠিকঠাক ভাবে বুঝতে পারে সেটি আগে নিশ্চিত করি। আমরা বাইরে তেমন কথা বলি না। তবে প্রতিটি বিরতিতে ড্রেসিংরুমে কথা বলি।’
পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বাংলাদেশ ক্রিকেট দলে যোগ দেওয়ায় বেশ আশাবাদী ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ আরও ভাল কিছু আশা করে এ ধরনের ভালো কোচের মাধ্যমে।