Dhaka , Friday, 13 September 2024
www.dainikchalonbilerkotha.com

আয় বৃষ্টি আয় মোঃ নুরুজ্জামান সবুজ

আয় বৃষ্টি আয়

মোঃ নুরুজ্জামান সবুজ


আয় বৃষ্টি আয়
আমার সোনার গাঁয়
থৈথৈ জল বিছিয়ে দেবো
সপ্ত ডিঙা নায়।

রিম ঝিমা ঝিম
বাজিয়ে নূপুর পায়
সরোবরে ভরা নদীটায়-
আয় বৃষ্টি আয়।

পদ্ম ফোটা বিলে
আয়না পেখম মেলে
ধান দূর্বা উঁচিয়ে বুক
তোকে কাছে চায়।

ভরা নদী বাঁকে
মেঘ বালিকা ডাকে
নক্সি কাঁথার মাঠ পাড়ে
ঝেঁপে ঝেঁপে বায়।

আয় বৃষ্টি আয় মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 12:46 am, Saturday, 5 August 2023

আয় বৃষ্টি আয়

মোঃ নুরুজ্জামান সবুজ


আয় বৃষ্টি আয়
আমার সোনার গাঁয়
থৈথৈ জল বিছিয়ে দেবো
সপ্ত ডিঙা নায়।

রিম ঝিমা ঝিম
বাজিয়ে নূপুর পায়
সরোবরে ভরা নদীটায়-
আয় বৃষ্টি আয়।

পদ্ম ফোটা বিলে
আয়না পেখম মেলে
ধান দূর্বা উঁচিয়ে বুক
তোকে কাছে চায়।

ভরা নদী বাঁকে
মেঘ বালিকা ডাকে
নক্সি কাঁথার মাঠ পাড়ে
ঝেঁপে ঝেঁপে বায়।