খুকির অভিমান
মেহেদী হাসান
___________________
ছোট্ট খুকি রাগ করেছে
মুখটা বেজায় ভারি,
হঠাৎ করে কেনো খুকি
করলো এমন আড়ি।
সোনা-মানিক ডাকি কতো
দিয়েছে কে ব্যথা?
খুকির নামে ছড়া লিখি
কয় না তবু কথা!
অভিমানে চোখের কোণে
কষ্ট জমে আছে,
কথা নাকি বলবে না আর
আসবেনা আর কাছে !
ভাতও নাকি খাবে না সে
থাকবেনা আর বাড়ি,
খুকি সোনার মন ভেঙ্গেছে
করছে ভীষণ আড়ি!
ভাইকে নাকি বেশি বেশি
সবাই আদর করে,
অভিমানের আসল কারণ
জানলাম এসে পরে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।