সময়ের বেড়াজালে বন্দী খাঁচায়
দূর পানে চেয়ে থাকি তোমার আশায়
উজান সময় স্রোতে এই অবেলায়-
তুমি আসবে তো? ভালোবাসবে তো?
কবি,
কি আছে তোমার? অর্থ, বিত্ত,বৈভব?
প্রভাব, প্রতিপত্তি? বলো,চুপ থেকোনা-
ও, এসব তোমার নেই! এবার, তুমিই বলো-
আমি কেমন করে তোমার কবিতা হই?
কেমন করে তোমার কাছে আসি
কেমন করে তোমায় ভালোবাসি?