অ-জাগ্রত বিবেক
মহ:মহসিন হাবিব
জেগে আছে
মোবাইলের ফ্ল্যাশ লাইট
আধ ফালি চাঁদ
স্থির দৃষ্টি নিয়ে আলো দেয়
রাস্তার আনাচে কানাচে।
পথ কুকুর
শুধু দাঁড়িয়ে পাহারা রত
গঙ্গার তীরে
প্রক্ষোভিক ঢেউ আছাড় মারে।
সুরভিত ফুল বাগান
চমকে চমকে
ওঠে পথের দুধারে।
উচ্চ আই.কিউ. গুলো
শুধু ঠাণ্ডা ঘরে সংরক্ষিত;
ওগুলো সব চকমকির
অ-জাগ্রত বিবেকে মোড়া।