Dhaka , Friday, 13 September 2024
www.dainikchalonbilerkotha.com

কবিতা আমাদের গাঁয় কবি মোঃ নুরুজ্জামান সবুজ

পায়ে চলা মেঠো পথ
ডান পাশে নদী
নদী পার কোল ঘেষে
যাও তুমি যদি —

দেখে নিও মাঠ ভরা
ধান আর ধান
শুনে নিও কৃষকের
গান আর গান।

ওপাশের বিল জুড়ে
পাখিদের মেলা
জেলেদের জালে যেন
মাছ করে খেলা।

সাদাবক চকচক
যায় উড়ে যায়
সারি সারি বাশ ঝাড়ে
আমাদের গাঁয়।

ফুলপাখি যায় ডাকি
ছবির মতোন
কার টানে মন জানে
কেড়ে নেয় মন।

কবিতা আমাদের গাঁয় কবি মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 12:23 am, Sunday, 22 October 2023

পায়ে চলা মেঠো পথ
ডান পাশে নদী
নদী পার কোল ঘেষে
যাও তুমি যদি —

দেখে নিও মাঠ ভরা
ধান আর ধান
শুনে নিও কৃষকের
গান আর গান।

ওপাশের বিল জুড়ে
পাখিদের মেলা
জেলেদের জালে যেন
মাছ করে খেলা।

সাদাবক চকচক
যায় উড়ে যায়
সারি সারি বাশ ঝাড়ে
আমাদের গাঁয়।

ফুলপাখি যায় ডাকি
ছবির মতোন
কার টানে মন জানে
কেড়ে নেয় মন।