এ চাষার শুধুই জমিন চাই
পিএম. জাহিদ
মসজিদ ভেঙে মন্দির গড়া-
হয়তো তোমার চোখে দোষের কিছু না
তাই, আমিও দোষ দেবোনা তোমায়।
সে জমি তোমার,
তোমার নিজের হাতে গড়া
ওটা জন্মসূত্রে তোমার নামে।
কতো সাজানো উদ্যান দেখলাম,
এখন সেগুলো মরুভূমি হয়ে গেছে
কিংবা মিশে গেছে নদীর গহীনে!!
জাত চাষার ছেলে আমি,
ধাতব ফালে জমিনের বুক চিরে-
সোনালী ফসলের আশা-
আমার জন্মসূত্রেে পাওয়া।
আমার শুধু জমিন চাই-
হোক সেটা বেলে, কিংবা এঠেল,
সর্ব বীজে ভরা এ চাষার বীজ ভান্ডার।
আমি সব ফলাতে পারি-
ঘুমাতে পারি মহিষের পিঠে।
দরকার নেই আমার কংক্রিটের সাজানো ঘর
সবত্রই আসে সুখোনিদ্রা-
সমতল কিংবা পাহাড়ে,
সেখানে আমার ইচ্ছাই সব
তুমি মন্দির ভেঙে মসজিদ বানাতে পারো,
কিংবা ফসলি জমিতে প্রাসাদ,
খোলা প্রান্তর ভরে দিতে পারো সবুজে
তোমার যা সাধ।
এ চাষার শুধুই জমিন চাই
ভালো-মন্দ আর দেখার নাই৷
সম্পাদক ও প্রকাশক : মোঃ শাহিদুল ইসলাম সাগর