Dhaka , Friday, 13 September 2024
www.dainikchalonbilerkotha.com

কবিতা ‘কি হবে’ কবি – এইচ মোরশেদ (রতন)

‘কি হবে’
– এইচ মোরশেদ (রতন)


“কি হবে ছবি তুলে?
কার কি হবে – ভেঙ্গে গেলে??
সরকারি প্রকল্প এলে
বড় বাবুরা গিলে ফেলে।

অযথা চাইনা এ নদী শাসন
নদী ভাঙ্গুক এটাই চাই,
নির্বাচনী এলাকা বিলীন হোক
সেটাই মোরা দেখতে চাই।

চৌহালীর মানুষের জীবন নিয়ে
ভাবছেন কেন ও সাংবাদিক ভাই !
গতর খাটিয়ে কামাই করতে পারি
কেউকেই তোষামোদ করার দরকার নাই।

হতভাগ্য এলাকার মানুষ মোরা
চাপাবাজ আর ধাপ্পাবাজ প্রতিনিধি,
সোনার মানুষ, গরীবের বন্ধুর ছড়াছড়ি
নির্বাচনী প্রচারণা শুরু হয় যদি।

নানান সাইজের বস্তা ফেলে
করতে চাইছেন নদী শাসন?
সঠিক পরিকল্পনার বালাই নাই
করছেন কেন হা-হুতাশ, ক্রন্ধন !

প্রতি বছর সর্বনাশা নদী ভাঙ্গনে
এলাকা ছেড়েছে কত জন,
মিথ্যা আশ্বাস আর ছলচাতুরীতে
পাইনা খুঁজে চৌহালীর আপনজন।

বিশ্বাস করি না আর নদী শাসনের
দিনে দিনে এলাকা হবে মানবহীন,
সাহারা মরুভূমির মত পড়ে রবে
দাবি দাওয়া হলো অর্থহীন।”

কবিতা ‘কি হবে’ কবি – এইচ মোরশেদ (রতন)

আপডেটের সময় 01:49 pm, Friday, 23 December 2022

‘কি হবে’
– এইচ মোরশেদ (রতন)


“কি হবে ছবি তুলে?
কার কি হবে – ভেঙ্গে গেলে??
সরকারি প্রকল্প এলে
বড় বাবুরা গিলে ফেলে।

অযথা চাইনা এ নদী শাসন
নদী ভাঙ্গুক এটাই চাই,
নির্বাচনী এলাকা বিলীন হোক
সেটাই মোরা দেখতে চাই।

চৌহালীর মানুষের জীবন নিয়ে
ভাবছেন কেন ও সাংবাদিক ভাই !
গতর খাটিয়ে কামাই করতে পারি
কেউকেই তোষামোদ করার দরকার নাই।

হতভাগ্য এলাকার মানুষ মোরা
চাপাবাজ আর ধাপ্পাবাজ প্রতিনিধি,
সোনার মানুষ, গরীবের বন্ধুর ছড়াছড়ি
নির্বাচনী প্রচারণা শুরু হয় যদি।

নানান সাইজের বস্তা ফেলে
করতে চাইছেন নদী শাসন?
সঠিক পরিকল্পনার বালাই নাই
করছেন কেন হা-হুতাশ, ক্রন্ধন !

প্রতি বছর সর্বনাশা নদী ভাঙ্গনে
এলাকা ছেড়েছে কত জন,
মিথ্যা আশ্বাস আর ছলচাতুরীতে
পাইনা খুঁজে চৌহালীর আপনজন।

বিশ্বাস করি না আর নদী শাসনের
দিনে দিনে এলাকা হবে মানবহীন,
সাহারা মরুভূমির মত পড়ে রবে
দাবি দাওয়া হলো অর্থহীন।”