ঢাকাFriday , 23 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

কবিতা ‘কি হবে’ কবি – এইচ মোরশেদ (রতন)

আর এস আই সাগর
December 23, 2022 1:49 pm
Link Copied!

‘কি হবে’
– এইচ মোরশেদ (রতন)


“কি হবে ছবি তুলে?
কার কি হবে – ভেঙ্গে গেলে??
সরকারি প্রকল্প এলে
বড় বাবুরা গিলে ফেলে।

অযথা চাইনা এ নদী শাসন
নদী ভাঙ্গুক এটাই চাই,
নির্বাচনী এলাকা বিলীন হোক
সেটাই মোরা দেখতে চাই।

চৌহালীর মানুষের জীবন নিয়ে
ভাবছেন কেন ও সাংবাদিক ভাই !
গতর খাটিয়ে কামাই করতে পারি
কেউকেই তোষামোদ করার দরকার নাই।

হতভাগ্য এলাকার মানুষ মোরা
চাপাবাজ আর ধাপ্পাবাজ প্রতিনিধি,
সোনার মানুষ, গরীবের বন্ধুর ছড়াছড়ি
নির্বাচনী প্রচারণা শুরু হয় যদি।

নানান সাইজের বস্তা ফেলে
করতে চাইছেন নদী শাসন?
সঠিক পরিকল্পনার বালাই নাই
করছেন কেন হা-হুতাশ, ক্রন্ধন !

প্রতি বছর সর্বনাশা নদী ভাঙ্গনে
এলাকা ছেড়েছে কত জন,
মিথ্যা আশ্বাস আর ছলচাতুরীতে
পাইনা খুঁজে চৌহালীর আপনজন।

বিশ্বাস করি না আর নদী শাসনের
দিনে দিনে এলাকা হবে মানবহীন,
সাহারা মরুভূমির মত পড়ে রবে
দাবি দাওয়া হলো অর্থহীন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।