ঢাকাThursday , 22 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

কবিতা পথেই বাঁধি ঘর, কবি আমিনুল ইসলাম মিন্টু

Link Copied!

পথেই বাঁধি ঘর
আমিনুল ইসলাম মিন্টু


ঘর হারিয়ে পথে থাকি
পথেই বাঁধি ঘর,
সব হারিয়ে নিঃস্ব বলে
সবার কাছেই পর।

আমার খবর নেয় না কেহ
ছিলো যারা আপন,
আগে বলতো হেসে কথা
ভিংচি কাটে এখন ।

গাড়ি নিয়ে ঘুরেছি যখন
করছে সবাই আদর,
তাদের কাছেই এখন আমি
পেলাম অনাদর।

যার বিপদে ডাল হয়েছি
তার কাছে’তে বিষ,
ফাঁকে গেলেই হচ্ছি কালা
কাছে আসলে ইস্ ।

লক্ষ টাকা চাইলে পেতাম
পানা টাকাই দেয়না,
এমন জীবন আছে যার
সমাজ তাকে চায়না।।

আমিও তাই সমাজ থেকে
দূরেই চলে যাবো,
অর্থ দিয়ে গুন বিচারের
এই সমাজে না রবো।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।