Dhaka , Saturday, 27 July 2024
www.dainikchalonbilerkotha.com

কবিতা পথেই বাঁধি ঘর, কবি আমিনুল ইসলাম মিন্টু

পথেই বাঁধি ঘর
আমিনুল ইসলাম মিন্টু


ঘর হারিয়ে পথে থাকি
পথেই বাঁধি ঘর,
সব হারিয়ে নিঃস্ব বলে
সবার কাছেই পর।

আমার খবর নেয় না কেহ
ছিলো যারা আপন,
আগে বলতো হেসে কথা
ভিংচি কাটে এখন ।

গাড়ি নিয়ে ঘুরেছি যখন
করছে সবাই আদর,
তাদের কাছেই এখন আমি
পেলাম অনাদর।

যার বিপদে ডাল হয়েছি
তার কাছে’তে বিষ,
ফাঁকে গেলেই হচ্ছি কালা
কাছে আসলে ইস্ ।

লক্ষ টাকা চাইলে পেতাম
পানা টাকাই দেয়না,
এমন জীবন আছে যার
সমাজ তাকে চায়না।।

আমিও তাই সমাজ থেকে
দূরেই চলে যাবো,
অর্থ দিয়ে গুন বিচারের
এই সমাজে না রবো।।

কবিতা পথেই বাঁধি ঘর, কবি আমিনুল ইসলাম মিন্টু

আপডেটের সময় 01:31 pm, Thursday, 22 December 2022

পথেই বাঁধি ঘর
আমিনুল ইসলাম মিন্টু


ঘর হারিয়ে পথে থাকি
পথেই বাঁধি ঘর,
সব হারিয়ে নিঃস্ব বলে
সবার কাছেই পর।

আমার খবর নেয় না কেহ
ছিলো যারা আপন,
আগে বলতো হেসে কথা
ভিংচি কাটে এখন ।

গাড়ি নিয়ে ঘুরেছি যখন
করছে সবাই আদর,
তাদের কাছেই এখন আমি
পেলাম অনাদর।

যার বিপদে ডাল হয়েছি
তার কাছে’তে বিষ,
ফাঁকে গেলেই হচ্ছি কালা
কাছে আসলে ইস্ ।

লক্ষ টাকা চাইলে পেতাম
পানা টাকাই দেয়না,
এমন জীবন আছে যার
সমাজ তাকে চায়না।।

আমিও তাই সমাজ থেকে
দূরেই চলে যাবো,
অর্থ দিয়ে গুন বিচারের
এই সমাজে না রবো।।