Dhaka , Tuesday, 10 September 2024
www.dainikchalonbilerkotha.com

কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ, কবি নুরুল ইসলাম বাবুল

ফেব্রুয়ারির একুশ তারিখ
ভাষার মিছিল চলছিল,
রাষ্ট্রভাষা বাংলা চাই
সেদিন সবাই বলছিল।

স্রোতের বেগে মিছিলগুলো
সামনে ছুটে যাচ্ছিল
পাকিস্তানি শাসক তখন
অনেকটা ভয় পাচ্ছিল।

তাই তো ওরা করল গুলি
বীর ছেলেদের বুক ফুঁড়ে,
ভাষার দাবি চলল তবু
আম জনতার মুখ জুড়ে।

ফেব্রুয়ারির একুশ তারিখ
পাক সেনাদের গর্জনে,
হয়নি বৃথা বাংলা ভাষা
রাষ্ট্রভাষা অর্জনে।

কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ, কবি নুরুল ইসলাম বাবুল

আপডেটের সময় 09:59 am, Wednesday, 21 February 2024

ফেব্রুয়ারির একুশ তারিখ
ভাষার মিছিল চলছিল,
রাষ্ট্রভাষা বাংলা চাই
সেদিন সবাই বলছিল।

স্রোতের বেগে মিছিলগুলো
সামনে ছুটে যাচ্ছিল
পাকিস্তানি শাসক তখন
অনেকটা ভয় পাচ্ছিল।

তাই তো ওরা করল গুলি
বীর ছেলেদের বুক ফুঁড়ে,
ভাষার দাবি চলল তবু
আম জনতার মুখ জুড়ে।

ফেব্রুয়ারির একুশ তারিখ
পাক সেনাদের গর্জনে,
হয়নি বৃথা বাংলা ভাষা
রাষ্ট্রভাষা অর্জনে।