বিজয়ের স্লোগান
ফারজানা ইয়াসমিন
আমার একটা বিজয় ছিলসূর্যের মতো আলোকিত,সবুজের মতো চিরতরুণযৌবনের মতো দীপ্ত।আমার একটা বিজয় ছিলরক্তের স্রোতে বহমান,ঘুণে ধরা সভ্যতায় আজ ম্লানকীভাবে পাবো পরিত্রাণ?আমার একটা বিজয় ছিলডুবে গেছে তিমিরে সে মহান।আমার একটা বিজয় ছিলকলুষিত মনের পাপাচারীরা,নষ্ট করেছে পবিত্র মাতৃভূমিবিজয়ের স্লোগান এসো আবারও শুনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।