Dhaka , Tuesday, 17 September 2024
www.dainikchalonbilerkotha.com

কবিতা বিজয় কবি মোঃ নুরুজ্জামান সবুজ

বিজয়
মোঃ নুরুজ্জামান সবুজ


আসলো বিজয় নাচলো হৃদয়
সোনার বাংলাদেশে
টুটলো তীমির কাটলো আঁধার
উঠলো সূর্য হেসে।

বিজয় নিশানে বিজয়ের গান
মানুষের মুখে মুখে
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
স্বাধীনতার মহাসুখে।

শাপলার হাসি রাখালের বাঁশি
আহা কি সুমধুর লাগে
স্বাধীনতায় মরিয়া আবার
বাঁচার সাধটি জাগে।

দাম দিয়ে কেনা এ বাংলা
কারো দানে নয় পাওয়া
বিজয়ী আমি বিজয়ের দেশে
আমার চাওয়া পাওয়া।

কবিতা বিজয় কবি মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 11:46 pm, Saturday, 24 December 2022

বিজয়
মোঃ নুরুজ্জামান সবুজ


আসলো বিজয় নাচলো হৃদয়
সোনার বাংলাদেশে
টুটলো তীমির কাটলো আঁধার
উঠলো সূর্য হেসে।

বিজয় নিশানে বিজয়ের গান
মানুষের মুখে মুখে
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
স্বাধীনতার মহাসুখে।

শাপলার হাসি রাখালের বাঁশি
আহা কি সুমধুর লাগে
স্বাধীনতায় মরিয়া আবার
বাঁচার সাধটি জাগে।

দাম দিয়ে কেনা এ বাংলা
কারো দানে নয় পাওয়া
বিজয়ী আমি বিজয়ের দেশে
আমার চাওয়া পাওয়া।