Dhaka , Saturday, 14 September 2024
www.dainikchalonbilerkotha.com

কবিতা শবে বরাত ★কবি মাহবুব-এ-খোদা

শাবান মাসে বরকতময়
একটি আছে রাত,
ইবাদতে মশগুল হও
একাগ্রতার সাথ ।

রহমতের ভাণ্ডার খুলে
দেবেন মহান রব,
খাস নিয়তে করব দোয়া
পাপীতাপী সব।

সৌভাগ্যময় এই রজনী
যদি কবুল হয়,
গুনাহ মুক্ত পেয়ে জীবন
হবো আলোকময়।

এমন রাতে গোস্তরুটির
ধর্মে বিধান নাই,
বেদাত ছেড়ে ইবাদতে
রাত কাটানো চাই।

কবিতা শবে বরাত ★কবি মাহবুব-এ-খোদা

আপডেটের সময় 04:39 pm, Sunday, 25 February 2024

শাবান মাসে বরকতময়
একটি আছে রাত,
ইবাদতে মশগুল হও
একাগ্রতার সাথ ।

রহমতের ভাণ্ডার খুলে
দেবেন মহান রব,
খাস নিয়তে করব দোয়া
পাপীতাপী সব।

সৌভাগ্যময় এই রজনী
যদি কবুল হয়,
গুনাহ মুক্ত পেয়ে জীবন
হবো আলোকময়।

এমন রাতে গোস্তরুটির
ধর্মে বিধান নাই,
বেদাত ছেড়ে ইবাদতে
রাত কাটানো চাই।