Dhaka , Tuesday, 10 September 2024
www.dainikchalonbilerkotha.com

কবিতা হিংসা ছাড় সবে, কবি সেলিম আহমদ কাওছার

হিংসা ছাড় সবে
সেলিম আহমদ কাওছার

হিংসায় মানুষ যায় তলিয়ে
আসে তাতে লাজ
হিংসা ব্যাধি ধ্বংস করে
ব্যক্তি ও সমাজ।
হিংসা করে চাও যদি কেউ
করবে কারো ক্ষতি
নিজের ক্ষতি-ই হবে তবে
আসবে যে দুর্গতি।
হিংসা করা বড্ড গোনাহ
বলছেন পাক রাসুল
হিংসুকের নেক দোয়া আমল
হয়না যে কবুল।
হিংসা ছাড় মুমিন সবে
তাওবা করে বল
যা করেছি হিংসা প্রভু
আর হবেনা ভুল।

কবিতা হিংসা ছাড় সবে, কবি সেলিম আহমদ কাওছার

আপডেটের সময় 12:42 pm, Saturday, 24 December 2022
হিংসা ছাড় সবে
সেলিম আহমদ কাওছার

হিংসায় মানুষ যায় তলিয়ে
আসে তাতে লাজ
হিংসা ব্যাধি ধ্বংস করে
ব্যক্তি ও সমাজ।
হিংসা করে চাও যদি কেউ
করবে কারো ক্ষতি
নিজের ক্ষতি-ই হবে তবে
আসবে যে দুর্গতি।
হিংসা করা বড্ড গোনাহ
বলছেন পাক রাসুল
হিংসুকের নেক দোয়া আমল
হয়না যে কবুল।
হিংসা ছাড় মুমিন সবে
তাওবা করে বল
যা করেছি হিংসা প্রভু
আর হবেনা ভুল।