হিংসা ছাড় সবেসেলিম আহমদ কাওছার
হিংসায় মানুষ যায় তলিয়েআসে তাতে লাজহিংসা ব্যাধি ধ্বংস করেব্যক্তি ও সমাজ।হিংসা করে চাও যদি কেউকরবে কারো ক্ষতিনিজের ক্ষতি-ই হবে তবেআসবে যে দুর্গতি।হিংসা করা বড্ড গোনাহবলছেন পাক রাসুলহিংসুকের নেক দোয়া আমলহয়না যে কবুল।হিংসা ছাড় মুমিন সবেতাওবা করে বলযা করেছি হিংসা প্রভুআর হবেনা ভুল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।