Dhaka , Wednesday, 11 September 2024
www.dainikchalonbilerkotha.com

কবি নজরুল কবি হাবিবুর রহমান

কবি নজরুল

কবি হাবিবুর রহমান


কবি নজরুল সৃষ্টির মাঝে
জীবন্ত ফুল,
কবি নজরুল প্রেমিকের মনে
প্রেম প্রেম দূল৷

কবি নজরুল সৃষ্টির মাঝে
ফুটন্ত হাসি,
তিনি বেঁচে আছেন বাঙালি মনে
বিদ্রোহের বাঁশি৷

কবি তোমায় স্বরণ করছি
তুমি তাজা ফুল,
আমায় কবিতা শুনাও উড়ছে
বিদ্রোহের চুল৷

তোমার কবিতা রক্তে আগুন
টুটি চেপে ধরি,
মরিচা পড়া সমাজে দিই মই
হাল্ চাষ করি৷

কবির কণ্ঠে ভোরের আযান
আমি রোজ শুনি,
কবির গজল হৃদয়ে গেঁথেছে
ভালোবাসি বাণী৷

কবি তোমার জন্য ফুলের মালা
আমি গেঁথে রাখি,
কবি তোমায় স্বরণ করছি
হয়ে কাব্য পাখি৷

কবি নজরুল কবি হাবিবুর রহমান

আপডেটের সময় 08:36 pm, Sunday, 27 August 2023

কবি নজরুল

কবি হাবিবুর রহমান


কবি নজরুল সৃষ্টির মাঝে
জীবন্ত ফুল,
কবি নজরুল প্রেমিকের মনে
প্রেম প্রেম দূল৷

কবি নজরুল সৃষ্টির মাঝে
ফুটন্ত হাসি,
তিনি বেঁচে আছেন বাঙালি মনে
বিদ্রোহের বাঁশি৷

কবি তোমায় স্বরণ করছি
তুমি তাজা ফুল,
আমায় কবিতা শুনাও উড়ছে
বিদ্রোহের চুল৷

তোমার কবিতা রক্তে আগুন
টুটি চেপে ধরি,
মরিচা পড়া সমাজে দিই মই
হাল্ চাষ করি৷

কবির কণ্ঠে ভোরের আযান
আমি রোজ শুনি,
কবির গজল হৃদয়ে গেঁথেছে
ভালোবাসি বাণী৷

কবি তোমার জন্য ফুলের মালা
আমি গেঁথে রাখি,
কবি তোমায় স্বরণ করছি
হয়ে কাব্য পাখি৷