ক্ষমা করো
পি.এম. জাহিদ
ক্ষমা করো রাত,
আকাশের ঐ চাঁদ-
বেঁকে চলা নদী।।ক্ষমা করো দিন,
প্রেমে বাঁজা বীণ-
দূরে যাই যদি।।আকাশের কান্নায়,
ভূ-ভাসে বন্যায়-
দেখে সব লোকে।।একা-ও যদি,
প্রকাশ্যে কাঁদি-
হৃদ পোঁড়া শোকে।।কিছু লোক বলে,
ঘৃণারি ছলে-
উন্মাদ এক বটে।।সবি তো বৃথা,
তবে যে এথা-
বুদ্ধি নাই ঘটে?কেঁদে বলে প্রাণ,
কেন অপমান-
ক্ষতি করি নাই।সবাই তো আজ পর,
দূরে গেছে ঘর-
ক্ষমা করো ভাই।।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।