আমার গ্রাম
মাহদী হাসান
আমার গ্রামটি ছবির মতো
রং তুলিতে আঁকা,
গ্রামটি আমার সবুজ-শ্যামল
নদীর পথটা বাঁকা ।
সহজ-সরল গায়ের মানুষ
দিন- দুপুর খাটে,
সকাল- বিকাল সময় কাটে
শস্যে ভরা মাঠে ।
দূর্বাদলের প্রান্তভাগে
শিশির জলে টুপটাপ,
গালভরা ঐ দুষ্টুমিতে
শিশুরা দেয় দৌড়ঝাঁপ ।
আমার গ্রামে বর্ষা হাসে
টাপুরটুপুর ছন্দে,
মন ভরে যায় শ্রাবণ মাসে
কদম ফুলের গন্ধে ।
প্রখর রোদে তপ্ত দেহ
শীতল করে কৃষক দল,
জ্যেৎস্না রাতে রূপ মায়াবী
তারার মেলা ঝলমল ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।