দূর হোক হাহাকার
___________________
সাগর, রুনি, তনু, নুসরত,
রিফাত, বিশ্বজিত;
তানিয়া,রিয়াদ,খাদিজা ও
অসংখ্য বায়েজিদ।
নির্মম ভাবে কত শত
মরছে যে রোজ রোজ,
ধামাচাপা পড়ছে সবই
কে রাখে কার খোঁজ!
দুর্নীতিবাজেরা রয়েছে
প্রায় সবখানে সুখে,
সততা-নীতির নেই দাম
কী যে যন্ত্রণা বুকে!
৫৭’র পলাশীতে বাঙালি
হয়েছিলো দর্শক,
৭৫-এ বেইমানেরা হলো
জাতি পিতার ঘাতক!
আর কত দর্শক হয়ে
চুপ করে রবে ভাই?
ন্যায় প্রতিষ্ঠা ছাড়া আর
কোনও উপায় নাই।
থাকতে সময় রুখতে হবে
যত সব অনাচার,
এসো সকলে দেশটা গড়ি
দূর হোক হাহাকার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।