“তোমায় ভালোবাসি বলে
দিনের আলোয় তোমার
শরীরের ঘ্রাণ পেতে
খুব ইচ্ছে করে।
কিন্তু তুমি তো তোমার নিয়ম ভাঙ্গো না
আমিই শুধু নিয়মের যাতা কলে পিষ্ট হই,
সারাদিন তোমার খুব কাছে ঘোরাঘুরি করি
কিন্তু পাই না তো তোমার শরীরের সুঘ্রাণ।
হীম শীতল রাতে কুয়াশার চাদর গায়ে
জানালার ফাঁক দিয়ে ফিসফিসিয়ে ডাকো,
আমি আবেগে আপ্লুত হই
তুমি সারারাত আমার সাথে জাগো।
তোমার মাদকযুক্ত পাগল করা শরীরের ঘ্রাণে
আমার মন উতলা হয়ে উঠে,
তোমার পরশ, আলিঙ্গন আমার সমস্ত শরীরে
শিহরণ দৃশ্যমান হয়ে ফোটে ।
আমি থাকি না আর আমাতে
তোমার প্রেমে আদরে সারা রাত,
যুগ যুগ অবিকল কেটে গেল
কত শত রাত! কত প্রভাত!
তুমি রয়ে গেলে হুবহু আগের মতই
সেই শৈশব কৈশোর যৌবনে চেনা,
আমার পাগলপারা মনের সিংহাসনে
তুমিই প্রিয় হাসনা হেনা।।”