Dhaka , Tuesday, 10 September 2024
www.dainikchalonbilerkotha.com

কষ্টের গোলাঘরে মোঃ নুরুজ্জামান সবুজ

পলি মাটির সোঁদা গন্ধে জড়ো হয় অন্ধকার
চুরি হয়ে য়ায় দিনের আলোয়-
সম্ভাবনার স্বাপ্নিক উর্বরতার প্রহর

যেনো মৃত্যুরা ছুঁয়ে দেয়
রেখে অনেক ঋণ,অনেক ধার-
অন্তর্জালে অন্তরালে পথ নেই এগুবার!

সোনালী আকাশ বিবর্ণ পিঙ্গল
নীড়ে ফেরা পাখিদের গন্তব্য দিকচিহ্নহীন
লাঙ্গলের ফলায় বৃথাই নিগ্রহের সুখ সন্ধান
যাযাবর যাপিত জীবন তবে কি সমাগত?

আরণ্যক পৃথিবী কষ্টের গোলাঘরে
দুঃখগুলি তুলে রাখে।
হঠাৎ দুর্ভিক্ষ এলে বুভুক্ষু মানুষেরা যেনো
দুঃখগুলি নিশ্চিত খেয়ে নিতে পারে —

কষ্টের গোলাঘরে মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 12:26 am, Saturday, 2 September 2023

পলি মাটির সোঁদা গন্ধে জড়ো হয় অন্ধকার
চুরি হয়ে য়ায় দিনের আলোয়-
সম্ভাবনার স্বাপ্নিক উর্বরতার প্রহর

যেনো মৃত্যুরা ছুঁয়ে দেয়
রেখে অনেক ঋণ,অনেক ধার-
অন্তর্জালে অন্তরালে পথ নেই এগুবার!

সোনালী আকাশ বিবর্ণ পিঙ্গল
নীড়ে ফেরা পাখিদের গন্তব্য দিকচিহ্নহীন
লাঙ্গলের ফলায় বৃথাই নিগ্রহের সুখ সন্ধান
যাযাবর যাপিত জীবন তবে কি সমাগত?

আরণ্যক পৃথিবী কষ্টের গোলাঘরে
দুঃখগুলি তুলে রাখে।
হঠাৎ দুর্ভিক্ষ এলে বুভুক্ষু মানুষেরা যেনো
দুঃখগুলি নিশ্চিত খেয়ে নিতে পারে —