Dhaka , Saturday, 7 December 2024
www.dainikchalonbilerkotha.com
শিরোনামঃ
চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা ভাঙ্গুড়ায় বিপ্লব ও সংহতি দিবস পালন হ্যাকিং ও হয়রানির সঙ্গে সম্পৃক্ত ১ লাখ ৭৯ হাজার ডিভাইস শনাক্ত করেছে ইমো ভাঙ্গুড়ায় নদীর স্রোতে ভেসে গিয়ে শিশু নিখোঁজ সৎ, নির্ভীক ও নির্লোভ সাংবাদিক মনিরুজ্জামান ফারুক: সাংবাদিকতার একটি অনন্য প্রতীক চলনবিলে এসে খালি হাতে ফিরলেন ৫ শতাধিক সৌখিন মাছ শিকারী সিংড়ায় ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযা ভাঙ্গুড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন আলোচনা সভা ও চেক বিতরণ ভাঙ্গুড়ায় জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য সংবর্ধনা অনুষ্ঠান

কালীগঞ্জে গার্মেন্টস কর্মীকে জবাই করে হত্যার ৪ দিন পর খুলনা জেলার সাতক্ষীরা এলাকা থেকে আট করা হয়

 

মোঃমুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

জানা যায়, গত বুধবার ভাসানিয়া গ্রামে
নয়ন ঘোষালের ছেলে সবুজ ঘোষাল (৩৩) গার্মেন্টস ছুটির পর বিকেলে সহকর্মীদের সাথে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে তার বন্ধুরা তাকে জোর করে তাদের ভাড়া করা বাসায় নিয়ে যায়। রাতে কোন এক সময় সবুজকে ঘরের ভেতরে জবাই করে বাড়ির পশ্চিম পার্শে বাঁশ ঝাড়ের পেন্টসহ দুটি হাত ফেলে দেয়।

কোমর থেকে হাটু পর্যন্ত অংশ পার্শের একটি ডোবায়র পনিতে ফেলে দেয়। কোমরের উপর থেকে গলা পর্যন্ত অংশটি দক্ষিনে মসজিদ পেরিয়ে একটি কারখানার পূর্ব পাশের জংঙ্গলের বস্তায় করে ফেলে দেয়। বাকি মাথাটি ও পায়ের কব্জি হিরনের বাড়ির পাশে ফেলে পালিয়ে যায়।

এদিকে তার পিতা নয়ন ঘোষাল তার ছেলেকে অনেক খোজাখুজি করে না পেয়ে উলুখোলা ফাঁড়িতে যায় সেখানে জিডি না নিলে কালীগঞ্জ থানায় জিডি করে। শুক্রবার সকালে অজ্ঞাত ব্যক্তি সবুজের মোবাইল থেকে তার ভগ্নীপতির মোবাইলে ফোন করে ১৫ লাখ টাকা দাবি করে। আবার বিকেলে ফোন করে ১০ লাখ টাকা দাবি করে। শনিবার সকালে সবুজের দেহের অংশ বিভিন্ন স্থানে পায়। পরে সংবাদ পেয়ে গাজীপুরের ডিবি এসে দেহের অংশগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে নিয়ে যায়।

এ সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয় যার নং ১(১০)২২।
গতকাল রবিবার ভোরে পূর্বাচল গার্মেন্টস এর দুই সহযোগীকে খুলনার সাতক্ষীরা মুল হত্যাকারী শাহিন আটক করে এবং তার থেকে সবুজের মোবাইলসহ আটক করে। বিকেলে কালীগঞ্জের পানজোরা র্পূবাচল গার্মেন্টস এ নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয় স্বীকার করে। পরে তাদের ভাড়াকরা বাড়িতে নিয়ে যায়।

ট্যাগ:
Popular Post

চলনবিল ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময় সভা

কালীগঞ্জে গার্মেন্টস কর্মীকে জবাই করে হত্যার ৪ দিন পর খুলনা জেলার সাতক্ষীরা এলাকা থেকে আট করা হয়

আপডেটের সময় 07:18 pm, Monday, 3 October 2022

 

মোঃমুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

জানা যায়, গত বুধবার ভাসানিয়া গ্রামে
নয়ন ঘোষালের ছেলে সবুজ ঘোষাল (৩৩) গার্মেন্টস ছুটির পর বিকেলে সহকর্মীদের সাথে নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে তার বন্ধুরা তাকে জোর করে তাদের ভাড়া করা বাসায় নিয়ে যায়। রাতে কোন এক সময় সবুজকে ঘরের ভেতরে জবাই করে বাড়ির পশ্চিম পার্শে বাঁশ ঝাড়ের পেন্টসহ দুটি হাত ফেলে দেয়।

কোমর থেকে হাটু পর্যন্ত অংশ পার্শের একটি ডোবায়র পনিতে ফেলে দেয়। কোমরের উপর থেকে গলা পর্যন্ত অংশটি দক্ষিনে মসজিদ পেরিয়ে একটি কারখানার পূর্ব পাশের জংঙ্গলের বস্তায় করে ফেলে দেয়। বাকি মাথাটি ও পায়ের কব্জি হিরনের বাড়ির পাশে ফেলে পালিয়ে যায়।

এদিকে তার পিতা নয়ন ঘোষাল তার ছেলেকে অনেক খোজাখুজি করে না পেয়ে উলুখোলা ফাঁড়িতে যায় সেখানে জিডি না নিলে কালীগঞ্জ থানায় জিডি করে। শুক্রবার সকালে অজ্ঞাত ব্যক্তি সবুজের মোবাইল থেকে তার ভগ্নীপতির মোবাইলে ফোন করে ১৫ লাখ টাকা দাবি করে। আবার বিকেলে ফোন করে ১০ লাখ টাকা দাবি করে। শনিবার সকালে সবুজের দেহের অংশ বিভিন্ন স্থানে পায়। পরে সংবাদ পেয়ে গাজীপুরের ডিবি এসে দেহের অংশগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরে নিয়ে যায়।

এ সংক্রান্ত বিষয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয় যার নং ১(১০)২২।
গতকাল রবিবার ভোরে পূর্বাচল গার্মেন্টস এর দুই সহযোগীকে খুলনার সাতক্ষীরা মুল হত্যাকারী শাহিন আটক করে এবং তার থেকে সবুজের মোবাইলসহ আটক করে। বিকেলে কালীগঞ্জের পানজোরা র্পূবাচল গার্মেন্টস এ নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে হত্যার বিষয় স্বীকার করে। পরে তাদের ভাড়াকরা বাড়িতে নিয়ে যায়।