Dhaka , Friday, 11 October 2024
www.dainikchalonbilerkotha.com

খুলনার ৩টি আসনের ১৪ জন বৈধ: বাতিল ১৬

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

 

 

খুলনার ৬টি আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে নিজ কার্যালয়ে খুলনা- ৪, ৫ ও ৬ নম্বর আসনের প্রার্থী কিংবা তাদের প্রস্তাবককারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।

তিনটি আসনের ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাকি ১৯ জনের মধ্যে ১৬ জনের প্রার্থীতা বাতিল ও ৩ জনের প্রার্থীতা পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষামাণ রাখা হয়েছে। প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর জাল করা, বিদ্যুৎ বিল বকেয়া থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ব্যাংক ঋণ পরিশোধ না করা সহ বিভিন্ন বিষয়ে অভিযুক্ত হন প্রার্থীরা।

এর মধ্যে খুলনা- ৪ (রূপসা, দিঘলিয়া, তেরখাদা) আসনে মনোনয়ন বাতিল হওয়া আটজনের মধ্যে আছেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, এস এম মোর্ত্তজা রশিদী দারা, এইচ এম রওশন জামির, জুয়েল রানা ও রেজভী আলম, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, তৃণমূল বিএনপির মেজর (অব.) শেখ হাবিবুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান।

এছাড়া জাতীয় পার্টির (জাপা) ফরহাদ হোসেনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ১৪ জন।

খুলনা- ৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনের ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। স্থগিত করা হয়েছে আরও দুই জনের। এই আসনে প্রার্থী ছিলো সাত জন।

অপরদিকে খুলনা- ৬ আসনে (কয়রা-পাইকগাছা) জাপার প্রার্থী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আযম, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম ও মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে প্রার্থী ছিলেন ১২ জন।

খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, খুলনার ছয়টি আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এই তিনটি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া তিনজন অপেক্ষমাণ রয়েছে। ফলে ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, তবে সকলেই এই সিদ্ধান্তের বিপরীতে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এছাড়া সোমবার খুলনা- ১, ২ ও ৩ নম্বর আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

Popular Post

খুলনার ৩টি আসনের ১৪ জন বৈধ: বাতিল ১৬

আপডেটের সময় 10:53 pm, Sunday, 3 December 2023

 

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

 

 

খুলনার ৬টি আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (৩ ডিসেম্বর) সকাল থেকে নিজ কার্যালয়ে খুলনা- ৪, ৫ ও ৬ নম্বর আসনের প্রার্থী কিংবা তাদের প্রস্তাবককারী ও সমর্থনকারীদের উপস্থিতিতে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।

তিনটি আসনের ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাকি ১৯ জনের মধ্যে ১৬ জনের প্রার্থীতা বাতিল ও ৩ জনের প্রার্থীতা পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষামাণ রাখা হয়েছে। প্রার্থীদের সমর্থনকারী ভোটারদের স্বাক্ষর জাল করা, বিদ্যুৎ বিল বকেয়া থাকা, হলফনামায় স্বাক্ষর না থাকা এবং ব্যাংক ঋণ পরিশোধ না করা সহ বিভিন্ন বিষয়ে অভিযুক্ত হন প্রার্থীরা।

এর মধ্যে খুলনা- ৪ (রূপসা, দিঘলিয়া, তেরখাদা) আসনে মনোনয়ন বাতিল হওয়া আটজনের মধ্যে আছেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান, এস এম মোর্ত্তজা রশিদী দারা, এইচ এম রওশন জামির, জুয়েল রানা ও রেজভী আলম, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, তৃণমূল বিএনপির মেজর (অব.) শেখ হাবিবুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান।

এছাড়া জাতীয় পার্টির (জাপা) ফরহাদ হোসেনের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোট ১৪ জন।

খুলনা- ৫ আসনের (ফুলতলা-ডুমুরিয়া) স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেনের ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে। স্থগিত করা হয়েছে আরও দুই জনের। এই আসনে প্রার্থী ছিলো সাত জন।

অপরদিকে খুলনা- ৬ আসনে (কয়রা-পাইকগাছা) জাপার প্রার্থী জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আযম, স্বতন্ত্র প্রার্থী এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম ও মোস্তফা কামাল জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে প্রার্থী ছিলেন ১২ জন।

খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, খুলনার ছয়টি আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এই তিনটি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এছাড়া তিনজন অপেক্ষমাণ রয়েছে। ফলে ১৪ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, তবে সকলেই এই সিদ্ধান্তের বিপরীতে নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এছাড়া সোমবার খুলনা- ১, ২ ও ৩ নম্বর আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।