গভীর রাতের আকাশ
হান্নান মোরশেদ (রতন)
“আমি জেগে আছি গভীর রাতে
ভাবতে পারি নির্জনে যাতে,
মাঝে মাঝে কবিতা লিখি
তাইতো কলম নিলাম হাতে।
গভীর রাতে চাঁদের টানে
স্মৃতির পাতার মহুয়া বনে,
ছুটে চলে যাই সংগোপনে
যদি হৃদয় মাঝে তৃপ্তি আনে!
ঝাঁপসা আলোয় তোমায় দেখে
রাতের তাঁরা উঠল হেঁসে,
চাঁদ মামা তাই খুবই খুশি
তোমায় আমার কাছে দেখে।
ঝিঁঝিঁ পোকার কর্কশ সুরে
জোনাকির আলোর লুকোচুরি,
হাতটা ধর শক্ত করে
যেতে নাহি দেব ছাড়ি ।
পোকা মাকড়ের মেলার মাঝে
হাসনা হেনার গন্ধ বিলায়,
সকাল – বিকাল সন্ধ্যা – সাঁঝে
বেদনার সুর বাজে হৃদয় বীণায়।
দূর আকাশের পথটি ধরে
চলে গেলে চাঁদের দেশে,
ফিরলেনা আর অভিমান ভুলে
তাই খুঁজে ফিরি রাতের আকাশে।
এমন করে ফাঁকি দিবে
জানতে যদি পেতাম আমি !
তোমার সাথে আমিও যেতাম
অস্বস্তিকর এই পৃথিবী ছাড়ি।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।