গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। মানববন্ধন থেকে ফেনীতে গুমের শিকার রিপনকে তার মায়ের বুকে ফিরিয়ে দেয়ার দাবি করেন স্বজনরা। গতকাল দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের সড়কে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাবুবুর রহমান রিপনের মা রৌশন আরা।
তিনি বলেন, ১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে আইনশৃঙ্খরা বাহিনীর পরিচয়ে (র্,্যাব) ঘর থেকে তুলে নেয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও ছেলের হদিস পাইনি। গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ১০ বছরও মেলেনি বিচার। ডিজিএফআই’র আয়না ঘর থেকে একে একে অনেকে মুক্তি পাচ্ছে। যদি আমার ছেলে সেখানে থাকে তাকে ফেরত দিন। রিপনের মতো আর কোনো ব্যাক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও করেন।
ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে ও অধিকার ফেনীর ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সিনিয়ার সাংবাদিক আসাদুজ্জামান দারা। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, ফেনী থিয়েটারের সাবেক প্রধান সমন্বয়কারী কাজী ইকবাল আহমেদ পরান, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, সাপ্তাহিক স্বদেশ পত্রের সম্পাদক এনএন জীবন, সাংবাদিক জসিম মাহমুদ, অধিকার সদস্য তন্বী সোম ও গুম হওয়া যুবদল নেতা রিপনের বড় ভাই শিপু।
Dhaka
,
Tuesday, 10 September 2024
শিরোনামঃ
১৬ বছরে জামায়াতের শহীদ ৫০০ নেতাকর্মী: বুলবুল
যৌথ অভিযানের ঘোষণায় পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত
এক বিদ্যালয়ে প্রধানশিক্ষকসহ একই পরিবারের ১৭ জনের বিষয়ে যা জানা গেল
বন্যার্তদের মাঝে রূপসী বাংলা সংগঠনের ত্রাণ বিতরণ
৭ ইসলামি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
সারজিস ও হাসনাতের নেতৃত্বে দুদকে ৪ সদস্যের দল
কুমিল্লায় বন্যার পানিতে ভেসে গেছে ৪০০ কোটি টাকার মাছ
মধ্যরাতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজের পোস্ট
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফারাক্কার সব গেট খুলে দিলো ভারত, দৈনিক ১১ লাখ কিউসেক পানি ঢুকবে বাংলাদেশে
গুমের শিকার রিপনের মা ‘আমার ছেলেকে ফিরিয়ে দিন’
- দৈনিক চলনবিলের কথা
- আপডেটের সময় 01:00 am, Friday, 9 August 2024
- 43 টাইম ভিউ