ভাঙ্গুড়া নদধ(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া সরকার পাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক উপজেলা শিক্ষা অফিসার এস এম শফিকুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।গত শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
এস এম শফিকুর রহমান দেশের বিভিন্ন জেলায় সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।সবশেষে তিনি পাবনার ফরিদপুর উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।সেখান থেকে ২০০৬ সালে তিনি চাকুরি হতে অবসর গ্রহণ করেন।
আজ রবিবার(১৭ ডিসেম্বর) বেলা ১১ টায় সরকার পাড়া ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।