দৈনিক চলনবিলের কথা ডেস্ক
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) জুবিলী রোড শাখা অফিসে আগুন লেগেছে।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ খবরে জানা গেছে, ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী। তিনি জানান, চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।