চলনবিলে শাপলার সমাহার
ভাঙ্গুড়া, পাবনা থেকে (নুরুজ্জামান সবুজ)
শরৎ এলেই নীল আকাশের নীলিমা দখল করে নেয় ভেজা তুলোর মতো শুভ্র সফেদ মেঘ। আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেনো মেঘের ভেলায় ঘুরে বেড়ায় ডানা মেলে মেঘ পরীরা। ঋতু বৈচিত্রের পরিবর্তনের সাথে সাথে রুপসী বাংলার আনাচে কানাচে প্রকৃতির পরিবর্তন লক্ষ্য করা যায়। বিল -ঝিল হাওর- বাওর আর নদীর ধারে, কাশের বনে কাশফুল মৃদু মন্দ বাতাসে দুলে ওঠে। কাশ ফুলের সাথে পাল্লা দিয়ে হাওর, বিল,ঝিল,পুকুর ভরে ওঠে শাপলা শালুকে।প্রতিদিন দূর দূরান্ত থেকে শাপলার বিলে ছুটে আসে অসংখ্য দর্শনার্থী।ছুটে আসে কবি-সাহিত্যিক, শিল্পী, সাংবাদিকসহ সৃষ্টিশীল মানুষেরা।চলনবিল অধ্যুষিত ভাঙ্গুড়া উপজেলার শাপলার হাতছানি আপনাকেও করতে পারে বিমুগ্ধ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।