ঢাকাSunday , 26 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

চাটমোহরে অগ্নিকান্ডে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

Ckotha247
February 26, 2023 4:31 pm
Link Copied!

 

পাবনা (জেলা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের ফকিরপাড়ায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ওই এলকার মৃতঃ তৈয়ব ফকিরের ছেলে ছিফাত ফকিরের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকাল ১০ টার দিকে বাড়িতে রান্না করা ছাইয়ের অগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ওই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী দেখতে পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সকে খবর দেয়। পরবর্তীতে এলাকাবাসীর সহোযোগিতায় আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় ঘরে থাকা সরিষা, রসুন, ধান ও ঘরের আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক ছিফাত ফকির।

চাটমোহর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।