Dhaka , Tuesday, 11 February 2025

জানা গেল ‘হাবু ভাই’র হবু স্ত্রীর পরিচয়

জানা গেল ‘হাবু ভাই’র হবু স্ত্রীর পরিচয়

 

দৈনিক চলনবিলের কথা নিউজ ডেস্ক


ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চাষী আলম। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা। ‘হাবু ভাই’খ্যাত অভিনেতা চাষী আলম বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তার হবু স্ত্রীর নাম তুলতুল। শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর গুলশানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিয়ের প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে। শুক্রবার গুলশানের একটি জায়গায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।
’বৃহস্পতিবার (২৪ আগস্ট) ছিল চাষী আলমের গায়েহলুদ। গায়েহলুদের আসরে উপস্থিত ছিলেন আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের মেয়েটিকে পছন্দ হয়। কিন্তু একটু সময় নিয়ে বিয়েটা করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মাঝে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

চাষী আলমের হবু স্ত্রী তুলতুল ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন তিনি।

উল্লেখ্য, কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ‌্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে। এ সিরিজে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন চাষী।

এছাড়া কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘কিডনি’, ‘ফিমেল’, ‘ফিমেল টু’ এবং ‘ফিমেল থ্রি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন চাষী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জানা গেল ‘হাবু ভাই’র হবু স্ত্রীর পরিচয়

আপডেটের সময়: 12:16 pm, Saturday, 26 August 2023

জানা গেল ‘হাবু ভাই’র হবু স্ত্রীর পরিচয়

 

দৈনিক চলনবিলের কথা নিউজ ডেস্ক


ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চাষী আলম। এবার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই তারকা। ‘হাবু ভাই’খ্যাত অভিনেতা চাষী আলম বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। তার হবু স্ত্রীর নাম তুলতুল। শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর গুলশানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বিয়ের প্রসঙ্গে চাষী আলম বলেন, ‘পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে। শুক্রবার গুলশানের একটি জায়গায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।
’বৃহস্পতিবার (২৪ আগস্ট) ছিল চাষী আলমের গায়েহলুদ। গায়েহলুদের আসরে উপস্থিত ছিলেন আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের মেয়েটিকে পছন্দ হয়। কিন্তু একটু সময় নিয়ে বিয়েটা করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মাঝে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

চাষী আলমের হবু স্ত্রী তুলতুল ঢাকার মেয়ে। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন তিনি।

উল্লেখ্য, কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ‌্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে। এ সিরিজে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন চাষী।

এছাড়া কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘কিডনি’, ‘ফিমেল’, ‘ফিমেল টু’ এবং ‘ফিমেল থ্রি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন চাষী।