Dhaka , Tuesday, 10 September 2024
www.dainikchalonbilerkotha.com

জানে না কেউ মোঃ নুরুজ্জামান সবুজ

জানে না কেউ
মোঃ নুরুজ্জামান সবুজ


ভয়ের চিহ্ন আমার জন্য
দেখায়েছ বহুবার,
তোমার ভয় প্রেরণা হলো
সন্মুখে এগুবার।

দ্রোহের সাগরে ভয়ংকর
ভেজা ঢেউ-
জানে কান্ডারী,আর-
জানেনা-কেউ?

তমস, অশনি, ঝঞ্ঝা, বাধা
জীবন মৃত্যু টানা –
থামাতে পারেনি ক্লান্তি, কষ্ট
দমাতে পারেনি হানা।

জানে না কেউ মোঃ নুরুজ্জামান সবুজ

আপডেটের সময় 12:27 am, Sunday, 6 August 2023

জানে না কেউ
মোঃ নুরুজ্জামান সবুজ


ভয়ের চিহ্ন আমার জন্য
দেখায়েছ বহুবার,
তোমার ভয় প্রেরণা হলো
সন্মুখে এগুবার।

দ্রোহের সাগরে ভয়ংকর
ভেজা ঢেউ-
জানে কান্ডারী,আর-
জানেনা-কেউ?

তমস, অশনি, ঝঞ্ঝা, বাধা
জীবন মৃত্যু টানা –
থামাতে পারেনি ক্লান্তি, কষ্ট
দমাতে পারেনি হানা।