জীবন যৌবন
মোঃ নুরুজ্জামান সবুজ
গাঁয়ের বধুর কাংখের কলস
চুয়ে চুয়ে সন্ধ্যা নামে —–
নীড়ে ফেরা পাখিদের পালকে
ঘুঙুর বাজায় ষোড়শী রাত—-
ঐ দূরে কে বাজায় বাঁশের বাঁশুরী
রেখে কার হাতে হাত ——–
জোনাকিরা জ্বলে মিটি মিটি
আকাশের বুকে জাগে চাঁদ
সময়ের স্রোত যায় বয়ে যায়
মেটেনা তো আশা, মেটেনাতো সাধ।
রাতের সাথে তৃষ্ণা বেড়ে যায়
কার বিরহে পথ চেয়ে চেয়ে
কেঁদে উঠে জীবন যৌবন?