ঢাকাWednesday , 8 March 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

ট্রেন ভ্রমণ, পর্ব:-৮ হালিমা খাতুন সুলতানা

Link Copied!

ট্রেন ভ্রমণ, পর্ব:-৮
হালিমা খাতুন সুলতানা


আবারও মাথার কাপড়টা ঠিক করে ওয়াশ রুম থেকে বাহির হয়ে আসলাম । বাবা,দুলাভাই এর চা খাওয়া শেষ ।ঐ দিকে ট্রেন ও চলে আসার সময় হয়েছে। আমরা স্টেশন মাস্টার এর কাছ থেকে বিদায় নিয়ে স্টেশন মাস্টার এর রুমের বাহিরে আসলাম । ট্রেন আসার শব্দ শুনতে পারছি ।নেত্রকোনা স্টেশন থেকে ছেড়ে এসেছে এই ট্রেন ,ময়মনসিংহ,গাজীপুর হয়ে ঢাকা যাবে । দুলাভাই উনার শার্ট এর পকেট থেকে দুটি ট্রেন এর টিকিট বাহির করে বাবার হাতে দিলেন । ট্রেনে আমার জানালার কাছে বসার সিট হলে অনেক ভালো লাগে। কারণ জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় । এছাড়া বাহিরের খোলা হাওয়া যখন মুখে লাগে তখনও অন্য রকম একটা অনুভূতি জাগে মনে । এত ভালো লাগার মাঝে কিছু মন্দ ও আছে যা খুবই বিপদজনক । কিছু দুষ্টু প্রকৃতির মানুষ আছে যারা চলন্ত ট্রেনে ইট পাথর নিক্ষেপ করে । আর এতে করে অনেক সময় বড় রকমের বিপদ হয়ে থাকে । এছাড়া অনেক সময় ট্রেনের জানালা দিয়ে ছবি তুলার সময় অনেক দুষ্টু প্রকৃতির মানুষ দা,ছুরি অথবা অন্য ধারালো অস্ত্র ঐ চলত ট্রেনের জানালার দিকে ছুড়ে মারে ।এতে করে ট্রেনের যাত্রীর হাত কেটে যায় এবং মোবাইল অথবা ক্যামেরা ট্রেনের বাহিরে পড়ে যায়।পৃথিবীর প্রতি টা স্থানে এই সব দুষ্টু লোকের বসতি আছে । এরা হচ্ছে সুস্থ সমাজের কিট । যা সমাজ এবং জাতীকে কুটকুট করে কেটে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । অথচ আমাদের সমাজ এই অন্যায় গুলি চোখ,মুখ বন্ধ করে মেনে নিচ্ছে । সুস্থ সমাজ এবং সুস্থ মানবের এই নীরবতা দেখে দুষ্টু লোক গুলি আরও সাহসী হয়ে যাচ্ছে দিনের পর দিন । সমাজের উঁচু নীচু প্রতি স্তরে এই সব দুষ্টু লোকের আনাগোনা রয়েছে । উঁচু স্তরের লোক গুলি তাদের স্বার্থ পূর্ণের জন্য এদের আরও বেশি বেশি প্রশ্রয় দিচ্ছে ।যা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ । সাহিত্য থেকে শুরু করে রাজনীতি সহ সকল কাজেই এই একি নিয়মে পরিচালিত হচ্ছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।