Dhaka , Saturday, 13 July 2024
www.dainikchalonbilerkotha.com

ট্রেন ভ্রমণ, পর্ব:-৮ হালিমা খাতুন সুলতানা

ট্রেন ভ্রমণ, পর্ব:-৮
হালিমা খাতুন সুলতানা


আবারও মাথার কাপড়টা ঠিক করে ওয়াশ রুম থেকে বাহির হয়ে আসলাম । বাবা,দুলাভাই এর চা খাওয়া শেষ ।ঐ দিকে ট্রেন ও চলে আসার সময় হয়েছে। আমরা স্টেশন মাস্টার এর কাছ থেকে বিদায় নিয়ে স্টেশন মাস্টার এর রুমের বাহিরে আসলাম । ট্রেন আসার শব্দ শুনতে পারছি ।নেত্রকোনা স্টেশন থেকে ছেড়ে এসেছে এই ট্রেন ,ময়মনসিংহ,গাজীপুর হয়ে ঢাকা যাবে । দুলাভাই উনার শার্ট এর পকেট থেকে দুটি ট্রেন এর টিকিট বাহির করে বাবার হাতে দিলেন । ট্রেনে আমার জানালার কাছে বসার সিট হলে অনেক ভালো লাগে। কারণ জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় । এছাড়া বাহিরের খোলা হাওয়া যখন মুখে লাগে তখনও অন্য রকম একটা অনুভূতি জাগে মনে । এত ভালো লাগার মাঝে কিছু মন্দ ও আছে যা খুবই বিপদজনক । কিছু দুষ্টু প্রকৃতির মানুষ আছে যারা চলন্ত ট্রেনে ইট পাথর নিক্ষেপ করে । আর এতে করে অনেক সময় বড় রকমের বিপদ হয়ে থাকে । এছাড়া অনেক সময় ট্রেনের জানালা দিয়ে ছবি তুলার সময় অনেক দুষ্টু প্রকৃতির মানুষ দা,ছুরি অথবা অন্য ধারালো অস্ত্র ঐ চলত ট্রেনের জানালার দিকে ছুড়ে মারে ।এতে করে ট্রেনের যাত্রীর হাত কেটে যায় এবং মোবাইল অথবা ক্যামেরা ট্রেনের বাহিরে পড়ে যায়।পৃথিবীর প্রতি টা স্থানে এই সব দুষ্টু লোকের বসতি আছে । এরা হচ্ছে সুস্থ সমাজের কিট । যা সমাজ এবং জাতীকে কুটকুট করে কেটে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । অথচ আমাদের সমাজ এই অন্যায় গুলি চোখ,মুখ বন্ধ করে মেনে নিচ্ছে । সুস্থ সমাজ এবং সুস্থ মানবের এই নীরবতা দেখে দুষ্টু লোক গুলি আরও সাহসী হয়ে যাচ্ছে দিনের পর দিন । সমাজের উঁচু নীচু প্রতি স্তরে এই সব দুষ্টু লোকের আনাগোনা রয়েছে । উঁচু স্তরের লোক গুলি তাদের স্বার্থ পূর্ণের জন্য এদের আরও বেশি বেশি প্রশ্রয় দিচ্ছে ।যা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ । সাহিত্য থেকে শুরু করে রাজনীতি সহ সকল কাজেই এই একি নিয়মে পরিচালিত হচ্ছে ।

ট্রেন ভ্রমণ, পর্ব:-৮ হালিমা খাতুন সুলতানা

আপডেটের সময় 11:37 am, Wednesday, 8 March 2023

ট্রেন ভ্রমণ, পর্ব:-৮
হালিমা খাতুন সুলতানা


আবারও মাথার কাপড়টা ঠিক করে ওয়াশ রুম থেকে বাহির হয়ে আসলাম । বাবা,দুলাভাই এর চা খাওয়া শেষ ।ঐ দিকে ট্রেন ও চলে আসার সময় হয়েছে। আমরা স্টেশন মাস্টার এর কাছ থেকে বিদায় নিয়ে স্টেশন মাস্টার এর রুমের বাহিরে আসলাম । ট্রেন আসার শব্দ শুনতে পারছি ।নেত্রকোনা স্টেশন থেকে ছেড়ে এসেছে এই ট্রেন ,ময়মনসিংহ,গাজীপুর হয়ে ঢাকা যাবে । দুলাভাই উনার শার্ট এর পকেট থেকে দুটি ট্রেন এর টিকিট বাহির করে বাবার হাতে দিলেন । ট্রেনে আমার জানালার কাছে বসার সিট হলে অনেক ভালো লাগে। কারণ জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় । এছাড়া বাহিরের খোলা হাওয়া যখন মুখে লাগে তখনও অন্য রকম একটা অনুভূতি জাগে মনে । এত ভালো লাগার মাঝে কিছু মন্দ ও আছে যা খুবই বিপদজনক । কিছু দুষ্টু প্রকৃতির মানুষ আছে যারা চলন্ত ট্রেনে ইট পাথর নিক্ষেপ করে । আর এতে করে অনেক সময় বড় রকমের বিপদ হয়ে থাকে । এছাড়া অনেক সময় ট্রেনের জানালা দিয়ে ছবি তুলার সময় অনেক দুষ্টু প্রকৃতির মানুষ দা,ছুরি অথবা অন্য ধারালো অস্ত্র ঐ চলত ট্রেনের জানালার দিকে ছুড়ে মারে ।এতে করে ট্রেনের যাত্রীর হাত কেটে যায় এবং মোবাইল অথবা ক্যামেরা ট্রেনের বাহিরে পড়ে যায়।পৃথিবীর প্রতি টা স্থানে এই সব দুষ্টু লোকের বসতি আছে । এরা হচ্ছে সুস্থ সমাজের কিট । যা সমাজ এবং জাতীকে কুটকুট করে কেটে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে । অথচ আমাদের সমাজ এই অন্যায় গুলি চোখ,মুখ বন্ধ করে মেনে নিচ্ছে । সুস্থ সমাজ এবং সুস্থ মানবের এই নীরবতা দেখে দুষ্টু লোক গুলি আরও সাহসী হয়ে যাচ্ছে দিনের পর দিন । সমাজের উঁচু নীচু প্রতি স্তরে এই সব দুষ্টু লোকের আনাগোনা রয়েছে । উঁচু স্তরের লোক গুলি তাদের স্বার্থ পূর্ণের জন্য এদের আরও বেশি বেশি প্রশ্রয় দিচ্ছে ।যা আমাদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ । সাহিত্য থেকে শুরু করে রাজনীতি সহ সকল কাজেই এই একি নিয়মে পরিচালিত হচ্ছে ।