Dhaka , Monday, 9 September 2024
www.dainikchalonbilerkotha.com

ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন ৫ মামলা

বাদীদের আর্জি শুনে সংশ্লিষ্ট বিচারকরা অভিযোগগুলো নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে পুলিশকে আদেশ দেন।

দৈনিক চলনবিলের কথা ডট কম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সহিংসতায় মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে নতুন পাঁচটি মামলা হয়েছে।

বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে এসব মামলার আবেদন জমা পড়ে। বাদীদের আর্জি শুনে সংশ্লিষ্ট বিচারকরা অভিযোগগুলো নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে পুলিশকে আদেশ দেন।

মিরপুরে ফিরোজ তালুকদার হত্যা

আন্দোলনের মধ্যে মিরপুরে র‌্যাবের হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহক ফিরোজ তালুকদারের স্ত্রী রেশমা সুলতানা এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০০-২০০ জনকে আসামি করে হত্যার মামলার আবেদন করেন।

মহানগর হাকিম মো. মেহেদী হাসান সকালে শুনানি নিয়ে মিরপুর মডেল থানাকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

তবে পরে বাদীর আইনজীবীর উপস্থিতিতে বিচারকের পরামর্শে মামলার আরজি থেকে সাবেক প্রধান বিচার খায়রুল হকের নাম কেটে দেন মামলার বাদী।

এ মামলার অন্য আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

মামলার আরজিতে বলা হয়, ফিরোজ তালুকদার রংপুর ক্যামিকেল লিমিটেডে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। গত ১৯ জুলাই বিকালে তিনি মিরপুর ১০ গোলচত্বর অতিক্রম করার সময় ‘র‌্যাব’ লেখা একটি হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। গুলিটি বুকের বাম পাশ ভেদ করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ফার্মগেইটে ছাত্র হত্যা

গত ৪ অগাস্ট ঢাকার ফার্মগেইটে বিক্ষোভের মধ্যে গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র মো. তাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তার ভাই মো. তারিকুল ইসলাম।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৮ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে মামলার আর্জিতে।

বাদীর আর্জি শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য তেজগাঁও থানাকে আদেশ দেন।

মামলার আরজিতে বলা হয়, গত ৪ অগাস্ট ফার্মগেট ফুটব্রিজের নিচে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন তাহিদুল ইসলাম। সেখানে বিকাল ৪টার দিকে গুলির মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনশ্রীতে রাসেল মিয়া হত্যা

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার রামপুরা বনশ্রীতে মো. রাসেল মিয়া নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী শারমিন আক্তার।

ঢাকার মহানগর হাকিম বেগম আফনান সুমি বাদীর জবানবন্দি শুনে রামপুরা থানাকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলার আর্জিতে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান রাসেল মিয়া গত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন। গত ১৯ জুলাই জুমার নামাজের পর বনশ্রীর এ ব্লকে মিছিল করার সময় একটি গুলি তার বুকের বাঁ পাশে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যায়।

তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে গেলে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে’ ওই হাসপাতাল তার চিকিৎসা করেনি। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীতে জনি হত্যা

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রবাড়ী চৌরাস্তায় মো. মাসুদুর রহমান জনি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করেছেন তার ভাই মো. আবু সাঈদ।

তার জবানবন্দি শুনে মহানগর হামিক মো. শাকিল আহাম্মদ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানাকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অগাস্ট বেলা আড়াইটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন মাসুদুর রহমান জনি। যাত্রাবাড়ী থানার সামনে পৌঁছালে চর্তুদিক থেকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের অতর্কিত হামলায় একটি গুলি তার বুকের ডান পাশ দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়।

স্থানীয় লোকজন উদ্ধার করে জনিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীবাজারে টেকনিশিয়ান হত্যা

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এলেম আল ফায়দি নামে একজন শিক্ষানবিশ টেকনিশিয়ানকে গুলি করে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সামসুল আরেফিন ঢাকার হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। শেখ হাসিনাসহ ৩৪ জনকে সেখানে আসামি করা হয়।

আর্জি শুনে মহানগর হাকিম তরিকুল ইসলাম অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে সূত্রাপুর থানাকে আদেশ দেন।

মামলার আর্জিতে বলা হয়, গত ১৯ জুলাই জুমার নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সিটি করপোরেশন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। এ সময় সরকারি কবি নজরুল কলেজের সামনে এলেম আল ফায়দি গুলিবিদ্ধ হন। গুলি লেগে মাথার মগজ বের হয়ে গেলে তার মৃত্যু হয়।

ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে মোট ৩৪টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।

ঢাকায় শেখ হাসিনার বিরুদ্ধে নতুন ৫ মামলা

আপডেটের সময় 01:14 am, Thursday, 22 August 2024

বাদীদের আর্জি শুনে সংশ্লিষ্ট বিচারকরা অভিযোগগুলো নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে পুলিশকে আদেশ দেন।

দৈনিক চলনবিলের কথা ডট কম


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সহিংসতায় মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার আদালতে নতুন পাঁচটি মামলা হয়েছে।

বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে এসব মামলার আবেদন জমা পড়ে। বাদীদের আর্জি শুনে সংশ্লিষ্ট বিচারকরা অভিযোগগুলো নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে পুলিশকে আদেশ দেন।

মিরপুরে ফিরোজ তালুকদার হত্যা

আন্দোলনের মধ্যে মিরপুরে র‌্যাবের হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহক ফিরোজ তালুকদারের স্ত্রী রেশমা সুলতানা এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১০০-২০০ জনকে আসামি করে হত্যার মামলার আবেদন করেন।

মহানগর হাকিম মো. মেহেদী হাসান সকালে শুনানি নিয়ে মিরপুর মডেল থানাকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

তবে পরে বাদীর আইনজীবীর উপস্থিতিতে বিচারকের পরামর্শে মামলার আরজি থেকে সাবেক প্রধান বিচার খায়রুল হকের নাম কেটে দেন মামলার বাদী।

এ মামলার অন্য আসামিরা হলেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

মামলার আরজিতে বলা হয়, ফিরোজ তালুকদার রংপুর ক্যামিকেল লিমিটেডে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। গত ১৯ জুলাই বিকালে তিনি মিরপুর ১০ গোলচত্বর অতিক্রম করার সময় ‘র‌্যাব’ লেখা একটি হেলিকপ্টার থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। গুলিটি বুকের বাম পাশ ভেদ করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

ফার্মগেইটে ছাত্র হত্যা

গত ৪ অগাস্ট ঢাকার ফার্মগেইটে বিক্ষোভের মধ্যে গুলিতে কবি নজরুল কলেজের ছাত্র মো. তাহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় মামলা করেছেন তার ভাই মো. তারিকুল ইসলাম।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৮ জনের নাম উল্লেখ করে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের অজ্ঞাতনামা আরো ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে মামলার আর্জিতে।

বাদীর আর্জি শুনে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য তেজগাঁও থানাকে আদেশ দেন।

মামলার আরজিতে বলা হয়, গত ৪ অগাস্ট ফার্মগেট ফুটব্রিজের নিচে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন তাহিদুল ইসলাম। সেখানে বিকাল ৪টার দিকে গুলির মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বনশ্রীতে রাসেল মিয়া হত্যা

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার রামপুরা বনশ্রীতে মো. রাসেল মিয়া নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০০ জনকে আসামি করে মামলা করেছেন তার স্ত্রী শারমিন আক্তার।

ঢাকার মহানগর হাকিম বেগম আফনান সুমি বাদীর জবানবন্দি শুনে রামপুরা থানাকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।

মামলার আর্জিতে বলা হয়, মুক্তিযোদ্ধার সন্তান রাসেল মিয়া গত ১৭ জুলাই কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন। গত ১৯ জুলাই জুমার নামাজের পর বনশ্রীর এ ব্লকে মিছিল করার সময় একটি গুলি তার বুকের বাঁ পাশে ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যায়।

তাকে উদ্ধার করে স্থানীয় ফরাজি হাসপাতালে নিয়ে গেলে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কারণে’ ওই হাসপাতাল তার চিকিৎসা করেনি। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ীতে জনি হত্যা

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার যাত্রবাড়ী চৌরাস্তায় মো. মাসুদুর রহমান জনি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জনকে আসামি করে মামলা করেছেন তার ভাই মো. আবু সাঈদ।

তার জবানবন্দি শুনে মহানগর হামিক মো. শাকিল আহাম্মদ অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানাকে নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ অগাস্ট বেলা আড়াইটার দিকে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন মাসুদুর রহমান জনি। যাত্রাবাড়ী থানার সামনে পৌঁছালে চর্তুদিক থেকে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের অতর্কিত হামলায় একটি গুলি তার বুকের ডান পাশ দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়।

স্থানীয় লোকজন উদ্ধার করে জনিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীবাজারে টেকনিশিয়ান হত্যা

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে এলেম আল ফায়দি নামে একজন শিক্ষানবিশ টেকনিশিয়ানকে গুলি করে হত্যার অভিযোগে একটি মামলা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সামসুল আরেফিন ঢাকার হাকিম আদালতে এ মামলার আবেদন করেন। শেখ হাসিনাসহ ৩৪ জনকে সেখানে আসামি করা হয়।

আর্জি শুনে মহানগর হাকিম তরিকুল ইসলাম অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করতে সূত্রাপুর থানাকে আদেশ দেন।

মামলার আর্জিতে বলা হয়, গত ১৯ জুলাই জুমার নামাজের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সিটি করপোরেশন মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। এ সময় সরকারি কবি নজরুল কলেজের সামনে এলেম আল ফায়দি গুলিবিদ্ধ হন। গুলি লেগে মাথার মগজ বের হয়ে গেলে তার মৃত্যু হয়।

ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেষ হাসিনা সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে মোট ৩৪টি মামলা হয়েছে, যার বেশিরভাগই হয়েছে ঢাকায়।