ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বিলের পানিতে ডুবে সিয়াম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিশু ওই গ্রামের জাহাঙ্গীর আলমের পুত্র।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ জানায় ,রোববার দুপুর বেলা বাড়ির উঠানে খেলা করছিল শিশু সিয়াম। হঠাৎ সবার আগোচরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সে।অনেক খোঁজাখুঁজির পর বিকেলে বাড়ির পাশের বিলের পানিতে সিয়ামকে ভাসতে দেখে তাঁর এক আত্মীয়। খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আল আমিন জানান, ওই শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
ওসি জানান, এঘটনায় কেউই কোন অভিযোগ করেনি।থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।