ঢাকাWednesday , 16 August 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

দেখে নিও মোঃ নুরুজ্জামান সবুজ

Link Copied!

দেখে নিও
মোঃ নুরুজ্জামান সবুজ


সক্রেটিস –
কোথায় লুকানো বিষের পেয়ালা?
আলোভুক অমাবস্যায় শব্দভূক কবির মতো
তন্ন তন্ন করে খুঁজে ফিরি পাইনা তো?

অর্ফিয়াস
কোথায় লুকালে তোমার বাঁশি?
কোন সে দেবদূত কেড়ে নিলো সুর?
প্রেম বঞ্চিত হৃদয়ে প্রেয়সী রেখে গেলে কতদূর
শুনতে কি পাও; তার কান্নার আওয়াজ
বেদনা বিধুর! চোখ যায় যতোদূর?
আমি সাত সমুদ্র তলে ডুবুরির মতো
পরশ পাথর খুঁজি,তোমাকে দেবো বলে–

দধীচি
কোথায় লুকালে তোমার হস্ত হাড়-
অসুর পশুত্বের সাথে লড়ে যেতে
বুলেট বারুদের গন্ধ শুকে শুকে
পৃথিবীটা তছনছ করে ফেলি,পাইনাতো?

একদিন
খুঁজে পাবোই ;তারপর দেখে নিও —
আমি কতটা কঠিন, কতোটা ভয়ংকর
মানবতা,প্রেম,অধিকার আদায়ের লড়াইয়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।