ঢাকাTuesday , 3 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

দেশে ফিরলেও আরও কিছুদিন বিশ্রামে থাকবেন ফ্লোরা: চিকিৎসক

Ckotha247
January 3, 2023 1:35 pm
Link Copied!

নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তার শারীরিক অবস্থা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরার পরিবারের বরাত দিয়ে ডা. আলমগীর জানান, ডা. সেব্রিনা ফ্লোরা অনেকটা সুস্থ হলেও শারীরীকভাবে এখনো দুর্বল। চিকিৎসকের পরামর্শে তাকে আরও বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে। তিনি এখন বাসায় আছেন। আপাতত পরিবারের লোকজন ছাড়া বাইরের কারো সঙ্গে দেখা বা ফোনে কথা বলছেন না।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ডা. ফ্লোরার শারীরিক অবস্থা আগের থেকে অনেক ভালো।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফিরেন। প্রসঙ্গত, অসুস্থ হয়ে গত বছরের জুলাইয়ে ডা. সেব্রিনা ফ্লোরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ক্রমে তার শারীরিক অবস্থার অবনতি হলে আগস্টের শুরুর দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘ প্রায় ৫ মাস সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।