নাটোর (জেলা) প্রতিনিধি
নাটোরের ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় দুই বখাটেকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ মে) দুপুরে নাটোর এন এস কলেজ চত্বরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ, ১১ মে (বুধবার) সকালে কলেজ চলাকালীন সময়ে দক্ষিণ বড়গাছা এলাকার সুরমান আলীর ছেলে সৈকত ও একই এলাকার আকবর আলীর ছেলে আলিফ হোসেন ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। এর প্রতিবাদ করতে গেলে অন্য ছাত্রদের ওপর চড়াও হয় দুই বখাটে।
এ সময় ছাত্র-ছাত্রী মিলে ঔ দুই বখাটেকে ধরে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সদর থানা পুলিশ গিয়ে ঔ দুই বখাটেকে আটক করে থানায় নিয়ে যায়। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, বখাটে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে মামলা হলে তাদের আদালতে প্রেরণ করা হবে। আদালতে প্রেরণ করা হলে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।