নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
নাটোরের গুরুদাসপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুদ্দুস মোল্লা (৭০) নামে এক ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ আগস্ট) সকালে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়ছে। গ্রেপ্তারকৃত কুদ্দুস মোল্লা উপজেলার খাঁমার নাচকৈড় গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে একা থাকার সুযোগে আব্দুল কুদ্দুস মোল্লা এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে গিয়ে কুদ্দুস মোল্লাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, শিশুটির বাবা কুদ্দুস মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় আজ (শুক্রবার) কুদ্দুস মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে।