নিউজ ডেস্ক দৈনিক চলনবিলের কথা
জমজমাট আয়োজনে শেষ হয়েছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠান।
সোমবার (৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যালয় মাঠে ৪৩টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিন সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরদার শফি কামাল রাফেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান সবুজ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাঙ্গুড়া উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বরাত আলী, পাবনা জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক আবদুল হান্নান, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী আবু মোহাম্মদ নুরুল আমীন ও আবুল কালাম আজাদ মাষ্টার।
সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়।
এসময় বিদ্যালয়ের একমাত্র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নুর এ মেহজাবিন মৃদুলাকে ক্রেস্ট প্রদান করা হয়। নুর এ মেহজাবিন মৃদুলা অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সবুজ মাষ্টারের মেয়ে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জহুরুল ইসলাম নয়ন মাষ্টার।