ঢাকাWednesday , 21 December 2022
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

পর্ব:-৪, ট্রেন ভ্রমণ, হালিমা খাতুন সুলতানা

নিউজ ডেস্ক
December 21, 2022 3:30 pm
Link Copied!

ট্রেন ভ্রমণ পর্ব:- ৪
হালিমা খাতুন সুলতানা


উনি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন ফিশারীজে । কিন্তু আমাদের কোচিং সেন্টারে গণিত পড়ান । মাঝে মাঝে উনি গণিত পড়াতে গিয়ে চশমা পরিস্কার না করেই বোডে লেখা শুরু করেন । আর এর জন্য উনি ১ এর জায়গায় ১১ এরকম ভুল গুলি করেন । আর কি অদ্ভুত বিষয় এই ভুল গুলি শুধু আমার নজরেই পড়ে ।আর এতেই আমি উনার দুই চোখের বিষ। তবে উনার চোখ গুলি অনেক সুন্দর । চশমার ফাঁকে ফাঁকে চোখের কালো মণি গুলি তে যাদু আছে । ঐ চোখ পৃথিবীর সকল মেয়ের মন কেড়ে নিতে পারে । এছাড়া শিশির স্যার এর সবচেয়ে বড় গুণ হচ্ছে গত ৬ মাসে আমি কখন উনাকে একটা মিথ্যে কথা ও বলতে শুনিনি । নিয়মিত নামাজ পড়ে ,রোজা রাখেন । কখন কোন মেয়ের দিকে তাঁকাতে দেখিনি । বর্তমান যুগে এমন ছেলে পাওয়া অনেক কঠিন । শিশির স্যার এর স্ত্রী যে মেয়ে হবে সে তো সোনায় সোহাগা হবে । ধ্যাত মনটাই খারাপ হয়ে গেলও । যাকে কখন পাবো না তাঁকে নিয়ে এত কি ভাবার আছে । ভাবতে ভাবতে শেষে শিশির স্যার এর পাবনা জেলার হেমায়েতপুরে ভর্তি হতে হবে । স্যার এর বাড়ি পাবনা সদর । মাঝে মাঝে তো মনে হয় আমার দুষ্টু মনটাকে হেমায়েতপুর ভর্তি করে দেই তাহলে আর শিশির শিশির করবে না ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।