ঢাকাWednesday , 11 January 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

পর্ব:-৫ ট্রেন ভ্রমণ হালিমা খাতুন সুলতানা

এডমিন
January 11, 2023 3:07 pm
Link Copied!

মাঝে মাঝে তো মনে হয় আমার দুষ্টু মনটাকে হেমায়েতপুর ভর্তি করে দেই তাহলে আর শিশির শিশির করবে না । কাউকে নিয়ে বেশি চিন্তা করতে নেই তাহলে নিজেই ক্ষতি । আমি ও কখন শিশির স্যার কে নিয়ে এতো ভাবি না । শুধু একটা দিন আমার ভাবার জালের সবটুকু জুড়ে উনি ছিলেন । ঐ দিন সকাল থেকে ই বৃষ্টি হচ্ছিল ,সারাটা দিন বৃষ্টি ছিল । পড়তে বসে মনে হল আমার একটা অংকের মাঝে সমস্যা আছে । কি করব বুঝতে পারছিলাম না । কারণ স্যার তো আমার উপর আগে থেকেই রেগে আছেন । আর স্যার এর ভাষায় আমি কথা বলতে পারি না। আমার কণ্ঠ নাকি অনেক পচা এবং কথা গুলি অগোছালো অথচ স্যার এর কণ্ঠ একটু অন্য রকম , স্বাভাবিক নয় । সাত পাঁচ ভেবে স্যার কে শেষে মোবাইলে কল দিলাম । স্যার কল রিসিভ করেই বলল আমি অটোতে ,কি বলবে তাড়াতাড়ি বললো ? একটা বিষয় আমার মাথায় আসে না স্যার যখন ক্লাস নেন তখন আপনি করে ডাকেন আবার ক্লাসের বাহিরে তুমি করে ডাকেন কি অদ্ভুত ।

হ্যালো কি বলবে বললো ।

না মানে স্যার আমি একটা অংকের নিয়ম টা ঠিক বুঝতে পারছি না আপনি কি আমাকে বুঝিয়ে বলবেন ?

আরে এখন আমি অটোতে আছি ।

স্যার আপনি কি বৃষ্টিতে ভিজে গেছেন ?

কেন কেন ?

না এমনি বললাম ।

হ্যাঁ বৃষ্টিতে ভিজে গেছি । মাথা ভিজে শার্ট ও ভিজে গেছে । যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না ভিজে উপায় আছে ।

স্যার আপনি কি কালো রং এর শার্ট পরে আছেন ? কালো রং এর শার্ট আপনাকে অনেক মানায় । আপনার একটা ছবি আছে না ? কালো জ্যাকেট পরা ,যে ছবি টা আপনার কাছে আমি চেয়ে ছিলাম কিন্তু আপনি তো ছবি টা আমাকে দেননি ।

কোন অংকে সমস্যা ক্লাসে বলবে করে দেবো ।এখন আমি বাসায় যাচ্ছি ।

স্যার আপনাকে ঐ দিন একটা কথা বলেছিলাম আপনি তো কিছু বলেননি ।

ওটা তোমার সমস্যা আমার না । তোমার বয়সে আমার ও এমন অনেকেই ভালো লাগতো কিন্তু কয়েক বছর পরে বুঝতে পারছি ওগুলো বয়সের দোষ । ভালো লাগা বলতে কিছু নেই ।তাছাড়া তোমার আমাকে ভালো লাগে ,আমার তোমাকে নয় । তুমি তো কথাই বলতে পারো না । দেখও বৃষ্টি হচ্ছে আমি বেশি ভিজে যাচ্ছি । তোমার কি আরও কিছু বলার আছে ?

না স্যার ,তবে একটা কথা কি জানেন । বয়সের দোষ হয় নবম দশম শ্রেণীতে পড়া ছেলে মেয়েদের ঐ বয়সটাই রঙিন । কিন্তু স্যার আমি BSS তৃতীয় বছরের ছাত্রী ,আমার বয়স ২২ প্লাস বছর । আমার কেন বয়সের দোষ হবে ?

তোমাকে বললাম না আমারও একটা সময় অনেকেই ভালো লাগত । এখন রাখো ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।