ঢাকাThursday , 16 February 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. খোলা কলাম
  8. গনমাধ্যাম
  9. চাকরি
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দৈনন্দিন আইন
  13. ধর্ম
  14. পার্বত্য চট্টগ্রাম
  15. প্রবাসের খবর

পর্ব:-৭ ট্রেন ভ্রমণ হালিমা খাতুন সুলতানা

Link Copied!

পর্ব:-৭ ট্রেন ভ্রমণ
হালিমা খাতুন সুলতানা


দুলাভাই এর পাশে একটা ১০_১১ বছরের ছোট ছেলে দাঁড়িয়ে আছে । তার হাতে একটা ট্রে তে তিন কাপ চা । দুলাভাই ছেলে টা কে বলল স্টেশন মাস্টার এবং বাবাকে চা দিতে । আমি দুলাভাই এর হাত থেকে তোয়ালেটা নিয়ে ওয়াশ রুমের ভিতরে গেলাম । যতটা অপরিষ্কার ভেবেছিলাম ততটা অপরিষ্কার নয় ওয়াশ রুমটা । তোয়ালেটা দিয়ে চোখ মুখের পানিটা পরিষ্কার করলাম । মুখের মাঝে বৃষ্টির পানির চেয়ে চোখের পানি বেশি ,যা আমার দুই নয়ন ভিজিয়ে দিয়েছে আমার অজান্তে । আমার কণ্ঠ তো এত খারাপ না, এখন পর্যন্ত যারাই মোবাইলে আমার কণ্ঠ শুনেছে সবাই বলছেন আমার কণ্ঠ এবং হাসি দুটোই সুন্দর ,তাহলে স্যার কেন বলেছিলেন আমার কণ্ঠ ভালো নয় ? আমি গুছিয়ে কথা বলতে পারি না ?

এই শ্রেয়া হয়েছে তোমার ?

আর দুই মিনিট দুলাভাই । বলেই তাড়াতাড়ি মাথার কাপড়টা ঠিক করে নিলাম । আমি এতো ধার্মিক না কিন্তু নিজের সম্পর্কে অনেক সজাগ । একটা সামাজিকতার মাঝে থাকতে আমার ভালো লাগে । সব সময় নিজকে গুছিয়ে যতটুকু পারি পর্দার মাঝে চলার চেষ্টা করি । আবারও মাথার কাপড়টা ঠিক করে ওয়াশ রুম থেকে বাহির হয়ে আসলাম ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।