জ্ঞানের কথা
রুস্তম আলী
আমরা কয়েকজন একত্রিত হলেই
উঠে আসে জ্ঞানের কথা গুনের কথা
ভাবটুকু এমন দেখায় যেন আমরা সবাই মহাজ্ঞাণী।
আসলে আমরা যতই অজ্ঞ হই না কেন
নিজেকে জ্ঞানী ভাবতেই অভ্যাস্ত;
কেউ সামনা সামনি অজ্ঞ বললে ব্যাথা পাই
তাই চট করে রেগে যাই।
এত জ্ঞাণী জ্ঞানীর সমাগম যদি
তবে কেন পৃথিবীতে চলার পথে এত ভুল?
অবৈধ মেলামেশা, অন্যায় অত্যাচার
দিনে রাতে ভরি ভরি অপরাধ
অথচ নিজেকে সর্বদা সবাই সাচ্চা ভাবি,
নিজের দোষ ত্রুটি খুঁজে দৈনন্দিন জীবনে
চলতে জানি না,
যদি আপন আপন সবাই অন্যের দোষ ত্রুটি নিয়ে
সমালোচনা না করে
দ্বন্দ্ববিবাদের আগে নিজেদের দোষত্রুটি খুঁজতাম
তাহলে পৃথিবীতে কোনো অন্যায় অত্যাচার,
অবৈধ মেলামেশার সমস্ত অপরাধ এক্কেবারে নির্মূল
হয়ে যেত
থাকতনা চলার পথে ভুল
হত না কারো সাথে কার দ্বন্দ্ব বিবাদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।