পাবনার সুজানগর এবং বেড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক কারামুক্ত নেতাকর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
মালিফা সেলিম রেজা হাবিব ডিগ্রী কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আজম আলী বিশ্বাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা- ২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, বেড়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, পাবনা জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি হাজারী লুৎফুন্নাহার, সুজানগর উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান মাস্টার, ডা. আব্দুস সালাম, বেড়া উপজেলা বিএনপি নেতা মোঃ শামসুর রহমান শমেজ, মো. লুৎফর রহমান, সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, বেড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকির, সদস্য সচিব সানোয়ার সরকার, সুজানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস, বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর আলম শরীফ ও সদস্য সচিব মেহেদী মান্নান।
এর আগে কারামুক্ত নেতাকর্মীদের পুষ্পমাল্য দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন,সুজানগর উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল।